চার-ছক্কার বৃষ্টিতে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সিরিজ ভারতের

virat kohli

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম আকারে ছোট। সেটা আরও যেন ক্ষুদ্র হয়ে গেল রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলিদের খুনে ব্যাটিংয়ে। ক্যারিবিয়ান বোলারদের তুলোধুনো করে চার-ছক্কার বৃষ্টিতে রানের পাহাড় গড়ল ভারত। কাইরন পোলার্ডের চেষ্টার পর তাতে চাপা পড়েছে ওয়েস্ট ইন্ডিজ।

রোহিতের ৩৪ বলে ৭১, রাহুলের ৫৬ বলে ৯১, কোহলির ২৯ বলে ৭০ রানের তাণ্ডবে ভারত করেছিল ২৪০ রান। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৭৮ রানে থেমে হেরেছে ৬৭ রানে। এতে তিন ম্যাচ টি-টোয়েন্টির সিরিজ কোহলিরা জিতে নিয়েছেন ২-১ ব্যবধানে।

এদিন টস জিতে ভারতকে ব্যাট করতে দিয়ে সর্বনাশ ডেকে আনে ক্যারিবিয়ানরা। রোহিত আর রাহুল ওপেন করতে গিয়ে শুরু করেন টর্নেডো। দ্বাদশ ওভারে বিচ্ছিন্ন হওয়ার আগেই ১৩৫ রান তুলে ফেলেন তারাই। ৬ চার, ৫ ছক্কায় রোহিত ফেরেন ৩৪ বলে ৭১ করে।

তিনে উঠে ঋষভ পান্তই কেবল সুযোগ কাজে লাগাতে পারেননি। ২ বলে কোন রান না করেই ফেরেন তিনি। তাতে ছক্কার বৃষ্টি নামানোর সুযোগ পান কোহলি। রাহুলকে নিয়ে বিস্ফোরণ শুরু করেন তিনি। মাত্র ২৯ বলে ৪ বাউন্ডারি আর ৭ ছক্কায় ৭০ করেন ভারত অধিনায়ক। ইনিংসের একদম শেষ দিকে আউট হওয়া রাহুল করেন সর্বোচ্চ ৫৬ বলে ৯১ রান।

এভারেস্ট ডিঙানোর চ্যালেঞ্জ পাওয়া উইন্ডিজ রান তাড়ায় গিয়েই হারায় দুই ওপেনার। নিকোলাস পুরান, জেসন হোল্ডাররয়াও ফেরেন দ্রুতই। কেবল শেমরন হেটমায়ার আর পোলার্ডই টেনেছেন দল। ২৪ বলে ৫ ছক্কায় ৪১ করেন হেটমায়ার। ৩৯ বলে ৬ ছক্কায় পোলার্ডের ব্যাট থেকে আসে ৬৮ রান।

তাতে কেবল কমেছে হারের ব্যবধান।

Comments

The Daily Star  | English

Govt calls for patience as it discusses AL ban with parties

Taken the initiative to introduce necessary amendments to the ICT Act, says govt

1h ago