আদালত প্রাঙ্গণে বিএনপি-আওয়ামী আইনজীবীদের মিছিল, নিরাপত্তা জোরদার
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানিকে ঘিরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিএনপি ও ক্ষমতাসীন আওয়ামী লীগপন্থি আইনজীবীরা মিছিল করছেন।
শুনানিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আজ (১২ ডিসেম্বর) সকালে আদালত প্রাঙ্গণ থেকে আমাদের আলোকচিত্রী এমরান হোসেন জানান, খালেদা জিয়ার রায় উপলক্ষে আদালত প্রাঙ্গণে প্রবেশমুখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি করছেন।
এছাড়াও, আদালতের ভেতরে বিএনপি ও আওয়ামী লীগপন্থি আইনজীবীরা মিছিল করছেন বলেও জানান তিনি।
আরও পড়ুন:
Comments