খুলনায় অনশনরত পাটকল শ্রমিকের মৃত্যু

আমরণ অনশনের তৃতীয় দিনে খুলনায় অসুস্থ হয়ে এক পাটকল শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি প্লাটিনাম জুট মিলের তাঁত বিভাগের শ্রমিক ছিলেন।
১২ ডিসেম্বর ২০১৯, খুলনায় টানা অনশনের কারণে অসুস্থ হয়ে পড়ছেন আন্দোলনকারী পাটকল শ্রমিকরা। ছবি: স্টার

আমরণ অনশনের তৃতীয় দিনে খুলনায় অসুস্থ হয়ে এক পাটকল শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টায় অনশনরত আব্দুস সাত্তার (৫৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি প্লাটিনাম জুট মিলের তাঁত বিভাগের শ্রমিক ছিলেন। পটুয়াখালী সদর উপজেলায় তার বাড়ি।

প্লাটিনাম জুট মিল শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহানা শারমিন দ্য ডেইলি স্টারকে বলেন, আমরণ অনশনে ছিলেন আব্দুস সাত্তার। অসুস্থ হয়ে পড়ায় সকাল সড়ে ১০টার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল সাড়ে ৫টার দিকে তিনি মারা যান। খালিশপুরে হাউজিং এস্টেটে তিনি থাকতেন।

খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলের শ্রমিকরা ১০ দফা দাবিতে মঙ্গলবার থেকে আমরণ অনশনে রয়েছেন।

শ্রমিকরা বলেছেন, তাদের নিয়মিত বেতন দেয়া হয়নি এবং এ পরিস্থিতি থেকে উত্তরণের দাবিতে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।

জাতীয় মজুরি কমিশন বাস্তবায়ন ছাড়াও পাটকল শ্রমিকদের দাবির মধ্যে অন্যতম হলো- সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) সিদ্ধান্ত বাতিল ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পি.এফ. গ্রাচ্যুইটির টাকা পরিশোধ করা।

Comments

The Daily Star  | English

DHL, Daily Star honour five business luminaries for outstanding achievements

The theme of this year's event is "Bangladesh on the rebound".

2h ago