খালেদা জিয়া ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন: বিএনপি
আপিল বিভাগে খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ হওয়ার প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘যে রায় হয়েছে সেই রায়ে আমরা হতাশ। জাতি পুরোপুরিভাবে স্তম্ভিত শুধু নয়, ক্ষুব্ধ।
বৃহস্পতিবার রাতে দলের স্থায়ী কমিটি বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
সর্বোচ্চ আদালতে জামিন আবেদন খারিজ হয়ে যাওয়ায় হতাশা ব্যক্ত করে ফখরুল বলেন, “মানুষের প্রত্যাশা ছিল যে অন্তত সর্বোচ্চ বিচারালয়ে মানুষ এবং তাদের প্রিয় নেতা ন্যায়বিচার পাবেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন।”
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ খালেদার জামিন শুনানিতে ‘মানবিক কারণ’ সামনে আনেন তার আইনজীবীরা। খালেদা জিয়ার অসুস্থতার কথা উল্লেখ করে তারা জামিন প্রার্থনা করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ আদালতকে বলে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। উভয় পক্ষের বক্তব্য শুনে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের বেঞ্চ জামিন আবেদন সর্বসম্মতিক্রমে খারিজ করেন।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী রোববার সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব। রোববারের পর অন্য কর্মসূচি দেওয়ার কথা বলেন তিনি।
স্কাইপে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।
Comments