তৃতীয়বারের মতো ব্রিটিশ এমপি নির্বাচিত হলেন টিউলিপ
“আমাকে আবারো নির্বাচিত করায় আমি হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্নের অভিবাসীদের ধন্যবাদ জানাই। আমার পরিবার ও স্বেচ্ছাসেবীদেরকেও ধন্যবাদ জানাই।… সামনে কঠিন সময়, আমাদের একসঙ্গে কাজ করতে হবে।”
আজ (১৩ ডিসেম্বর) সকালে এক টুইটার বার্তায় এ কথা লিখেছেন যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে বড় ব্যবধানে বিজয়ী হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক।
তিনি এ নিয়ে টানা তৃতীয়বারের মতো ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হলেন।
গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায়, লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে লেবার পার্টির প্রার্থী টিউলিপ পেয়েছেন ২৮ হাজার ৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন কনজারভেটিভ দলের জনি লাক পেয়েছেন ১৩ হাজার ৮৯২ ভোট।
উল্লেখ্য, গতকাল (১২ ডিসেম্বর) যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে ভোট গণনা এখনো চলছে। নির্বাচনে প্রধানমন্ত্রী বরিস জনসনের কনজারভেটিভ দল বিজয়ী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
Comments