ফাইনালে রিয়ালের মুখোমুখি হতে চান রোনালদো

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০১৯-২০ মৌসুমের গ্রুপ পর্ব শেষে চূড়ান্ত হয়েছে নকআউট পর্বে জায়গা করে নেওয়া ১৬ দল। প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) পেছনে থেকে ‘এ’ গ্রুপ রানার্সআপ হওয়ায় প্রতিযোগিতার সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদকে পড়তে হতে পারে কঠিন প্রতিপক্ষের সামনে।
ronaldo
ছবি: এএফপি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০১৯-২০ মৌসুমের গ্রুপ পর্ব শেষে চূড়ান্ত হয়েছে নকআউট পর্বে জায়গা করে নেওয়া ১৬ দল। প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) পেছনে থেকে ‘এ’ গ্রুপ রানার্সআপ হওয়ায় প্রতিযোগিতার সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদকে পড়তে হতে পারে কঠিন প্রতিপক্ষের সামনে। লস ব্লাঙ্কোসদের সম্ভাব্য প্রতিপক্ষের তালিকায় আছে ইউরোপের শীর্ষ চার লিগের চ্যাম্পিয়ন বার্সেলোনা, জুভেন্টাস, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটি। আছে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলও।

তবে শেষ ১৬-তে নিজের সাবেক ক্লাব রিয়ালের মুখোমুখি হওয়ার ইচ্ছা নেই বর্তমানে জুভেন্টাসের হয়ে মাঠ মাতানো পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোর। বরং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেই স্প্যানিশ পরাশক্তিদের বিপক্ষে লড়তে চাইছেন তিনি। যদিও তা এখনও বহু দূরের পথ।

গেল মৌসুমের শুরুতে রিয়াল ছেড়ে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে নাম লেখান রোনালদো। তুরিনের বুড়ি খ্যাত ক্লাবটির হয়ে দারুণ ছন্দে আছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। চলতি মৌসুমে এরই মধ্যে ইতালিয়ান সিরি আ’তে সাত গোল করেছেন তিনি, চ্যাম্পিয়ন্স লিগে জালের দেখা পেয়েছেন দুবার। ছন্দে আছে তার দল জুভেন্টাসও। তবে নকআউটে রিয়ালকে এড়িয়ে যেতে চাইছেন রোনালদো। একেবারে শিরোপা নির্ধারণী লড়াইয়ের মঞ্চে তিনি পেতে চাইছেন সাবেক দলকে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার বলেছেন, ‘রিয়াল মাদ্রিদ অসাধারণ একটি দল। কিন্তু আমি পরে তাদের মুখোমুখি হতে চাই। হয়তো ফাইনালে। আমি অবশ্য সেটাই চাই।’

জুভদের স্কোয়াডে রোনালদো ছাড়াও রয়েছেন গঞ্জালো হিগুয়াইন ও পাওলো দিবালার মতো কার্যকর ফরোয়ার্ড। তাদের সঙ্গে জুটি বেঁধে খেলাটাও দারুণ উপভোগ করছেন রোনালদো, ‘আমরা অনেক মজা করে থাকি। দিবালা ও হিগুয়াইনের সঙ্গে আমার বোঝাপড়াটা চমৎকার।’

ইতালিয়ান লিগের শিরোপাধারীদের কোচ মাউরিজিও সারির সঙ্গে রোনালদোর সম্পর্কটা ভালো যাচ্ছে না বলে সম্প্রতি গুঞ্জন উঠেছে ইতালিয়ান গণমাধ্যমে। সম্প্রতি বেশ কয়েকটি ম্যাচে তাকে মাঠ থেকে উঠিয়ে নিয়েছেন সারি। ফলে জোরালো হয়েছে গুঞ্জনের মাত্রা। তবে কোচের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ নেই রোনালদোর, ‘এটাই আসল কথা যে কোচ তার সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং আমাদের সেগুলোর প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।’

গেল মাস থেকেই হালকা চোটে ভুগছেন রোনালদো। তবে সে সমস্যা কাটিয়ে উঠেছেন বলে জানিয়েছেন তিনি, ‘আমি এখন ভালো অনুভব করছি। শরীরে যে ব্যথা ছিল, তা পেছনে ফেলে এসেছি।...কয়েক সপ্তাহ ধরে আমার হাঁটুতে সমস্যা ছিল। কিন্তু এখন সবকিছু ঠিক আছে। দলের অবস্থাও ভালো। সবকিছুতে উন্নতি হচ্ছে।’

Comments

The Daily Star  | English

Trade, commerce resumed with Bangladesh: New Delhi

Indian High Commissioner to Bangladesh Pranay Verma made the statement when he called on Chief Adviser Professor Muhammad Yunus

5m ago