মিয়ানমার নৈতিকভাবে পরাজিত হয়েছে

রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে শুনানির তৃতীয় দিনে ১২ ডিসেম্বর ২০১৯ মিয়ানমারের দাবির অসারতা প্রমাণের চেষ্টা করেছে গাম্বিয়া। নেদারল্যান্ডসের দ্য হেগ শহরের আদালতে প্রথমে গাম্বিয়া ও পরে মিয়ানমারের পক্ষে যুক্তি তুলে ধরা হয়।

রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে শুনানির তৃতীয় দিনে ১২ ডিসেম্বর ২০১৯ মিয়ানমারের দাবির অসারতা প্রমাণের চেষ্টা করেছে গাম্বিয়া। নেদারল্যান্ডসের দ্য হেগ শহরের আদালতে প্রথমে গাম্বিয়া ও পরে মিয়ানমারের পক্ষে যুক্তি তুলে ধরা হয়।

শুনানিতে গাম্বিয়ার এজেন্ট বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের নির্যাতনের বিবরণ উঠে এসেছে এই আদালতে। কিন্তু অং সান সু চি এসব অভিযোগের ব্যাপারে নীরব থেকেছেন। তার নীরবতাই অনেক কিছু বলে দেয়।

তৃতীয় দিনের শুনানি চলার সময় রোহিঙ্গা সংকট নিয়ে দ্য ডেইলি স্টার সেন্টারের স্টুডিওতে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন। তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতে ইতিমধ্যে মিয়ানমার নৈতিকভাবে পরাজিত হয়েছে।

আলোচনা উপস্থাপনায় মোহাম্মদ আল-মাসুম মোল্লা।

Comments

The Daily Star  | English

World Bank ready to be part of key economic reforms in Bangladesh: VP

The World Bank is 'excited' by the interim government's reform agenda and 'it is worth visiting Bangladesh right now', says Martin Raiser

35m ago