ফেডারেশন কাপে আবাহনীর গ্রুপে আরামবাগ-পুলিশ

federation cup

ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড বেশ সহজ গ্রুপে পড়েছে। ‘এ’ গ্রুপে থাকা দলটির বাকি দুই প্রতিপক্ষ আরামবাগ ক্রীড়া সংঘ ও বাংলাদেশ পুলিশ এফসি।

বাংলাদেশের ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু হচ্ছে ফেডারেশন কাপ দিয়ে। শুক্রবার (১৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে প্রতিযোগিতার ড্র ও লোগো উন্মোচন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফেডারেশন কাপের ৩২তম আসর মাঠে গড়াবে আগামী ১৮ ডিসেম্বর থেকে।

অংশগ্রহণকারী ১৩ দলকে ভাগ করা হয়েছে চারটি গ্রুপে। গেল আসরের রানার্সআপ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাধারী বসুন্ধরা কিংসের সঙ্গে ‘বি’ গ্রুপে খেলবে চট্টগ্রাম আবাহনী ও ব্রাদার্স ইউনিয়ন।

চার গ্রুপ থেকে আট দল উঠবে কোয়ার্টার ফাইনালে। এরপর সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। তবে আসরের পূর্ণাঙ্গ সূচি এখনও চূড়ান্ত হয়নি।

ফেডারেশন কাপের গ্রুপ:

গ্রুপ ‘এ’: আবাহনী লিমিটেড, আরামবাগ ক্রীড়া সংঘ, বাংলাদেশ পুলিশ এফসি;

গ্রুপ ‘বি’: বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী, ব্রাদার্স ইউনিয়ন;

গ্রুপ ‘সি’: সাইফ স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি;

গ্রুপ ‘ডি’: মোহামেডান স্পোর্টিং ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, মোহামেডান, উত্তর বারিধারা ক্লাব।

Comments

The Daily Star  | English

India committed to improving ties with China, Modi tells Xi

Modi was speaking to Xi on the sidelines of the summit of the Shanghai Cooperation Organisation regional security bloc.

2h ago