এনআরসি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি: মির্জা ফখরুল
ভারতের আসাম রাজ্যের জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এনআরসি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি।
তিনি বলেন, “আজকে যে অবস্থা তৈরি হয়েছে, এতে শুধু বাংলাদেশে নয়, সমগ্র উপমহাদেশে একটা অস্থিতিশীলতা সৃষ্টি হবে, সংঘাত সৃষ্টি হবে।”
আজ (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এনআরসি নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন হলেও, সরকার এ বিষয়ে কিছুই করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, “আমাদের নেত্রী কারাগারে, আমাদের হাজার হাজার নেতাকর্মী কারাগারে। মিথ্যা মামলায় আজকে গণতান্ত্রিক দলগুলোকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। বিএনপিকে নির্মূল করার চেষ্টা করছে সরকার।”
“আজকে সবচেয়ে বড় প্রয়োজন জাতীয় ঐক্যের। গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে সংগ্রাম করতে হবে”, যোগ করেন তিনি।
Comments