রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিন ভেসে গেল বৃষ্টিতে
এক দশক পর পাকিস্তানে টেস্ট ফেরার উন্মাদনায় আক্ষরিক অর্থেই জল ঢেলে দিয়েছে বৃষ্টি। আগের রাতে ভারী বৃষ্টিপাতের কারণে মাঠ খেলার অনুপযুক্ত থাকায় চতুর্থ দিনে মাঠে গড়ায়নি একটি বলও।
রাওয়ালপিন্ডি টেস্টে বৃষ্টির দাপট বাড়ছে ধারাবাহিকভাবে। শনিবার (১৪ ডিসেম্বর) মাঠ নামার সুযোগই পায়নি স্বাগতিক পাকিস্তান ও সফরকারী শ্রীলঙ্কা। দুপুরের দিকে খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা।
বৃষ্টি বাধায় ম্যাচের প্রথম দিনে খেলা হয়েছিল ৬৮.১ ওভার। একই কারণে দ্বিতীয় দিনে মাঠে গড়ায় ১৮.২ ওভার। বৃষ্টি আর আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে তৃতীয় দিনে অনুষ্ঠিত হয় মাত্র ৫.২ ওভার। আর চতুর্থ দিনের পুরোটা গেছে ভেসে।
টেস্টের এক দিন বাকি থাকতে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ২৮২ রানে। সেঞ্চুরির সুবাস নিয়ে ৮৭ রানে অপরাজিত আছেন দনঞ্জয়া ডি সিলভা। তার সঙ্গী দিলরুয়ান পেরেরার সংগ্রহ ৬ রান।
চার দিন চলে যাওয়ায় বৃষ্টিবিঘ্নিত এই টেস্টের ভাগ্যও বলা চলে নির্ধারিত হয়ে গেছে। বিরূপ আবহাওয়া ছাপিয়ে আগামীকাল ব্যাট-বলের লড়াই যদিও বা মাঠে গড়ায়, তাতে ড্র বাদে অন্য কোনো ফল হওয়ার সম্ভাবনা নেই।
সংক্ষিপ্ত স্কোর: (চতুর্থ দিন শেষে)
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ২৮২/৬ (দনঞ্জয়া ৮৭*, পেরেরা ৬*; আব্বাস ১/৫৬, শাহিন ২/৫৮, শিনওয়ারি ১/৫৪, নাসিম ২/৮৩)।
Comments