রোহিঙ্গা প্রত্যাবাসনেই দৃষ্টি নিবদ্ধ রাখা উচিত বাংলাদেশের
রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের কাঠগড়ায় এখন মিয়ানমার।
অং সান সু চি— এক সময় যাকে সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্রের প্রতীক হিসেবে দেখা হতো এখন তিনি সেই জেনারেলদের দ্বারা সংঘটিত সম্ভাব্য গণহত্যা নিয়ে সাফাই দিচ্ছেন। নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে চলমান এই বিচার কার্যক্রমের প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মুন্সি ফয়েজ আহমেদ বলেছেন, ঢাকার উচিত এখন রোহিঙ্গা প্রত্যাবাসনে দৃষ্টি নিবদ্ধ রাখা।
মুন্সি ফয়েজ আহমেদ সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সাবেক প্রধান। রোহিঙ্গা সংকট নিয়ে দ্য ডেইলি স্টার সেন্টারের স্টুডিওতে কথা বলেছেন তিনি।
আলোচনা উপস্থাপনায় মোহাম্মদ আল-মাসুম মোল্লা।
Comments