রিয়ালের মুখোমুখি হওয়ার আগে হোঁচট খেল বার্সা
এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে হোঁচট খেয়েছে বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় টানা চার জয়ের পর তারা পয়েন্ট খুইয়েছে রিয়াল রিয়াল সোসিয়েদাদের কাছে। শুরুতে পিছিয়ে পড়ার পর বিরতির আগে-পরে দুই গোল করে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা। কিন্তু দ্বিতীয়ার্ধের মাঝামাঝি আরেক গোল হজম করায় ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লিওনেল মেসি-লুইস সুয়ারেজ-আতোঁয়া গ্রিজমানদের।
শনিবার রাতে সোসিয়েদাদের মাঠে রোমাঞ্চকর লড়াইটি শেষ হয়েছে ২-২ সমতায়। আক্রমণের পাশাপাশি চমক দেখিয়ে ম্যাচে বল দখলের লড়াইয়েও আধিপত্য দেখায় স্বাগতিকরা। তারা ৫৩.৪ শতাংশ সময়ে বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে। সবমিলিয়ে সোসিয়েদাদ শট নেয় ১৯টি। বিপরীতে বার্সা শট নিতে পারে মাত্র নয়টি।
ম্যাচের ১২তম মিনিটে মিকেল ওইয়ারজাবালের সফল পেনাল্টিতে এগিয়ে যায় সোসিয়েদাদ। বার্সার স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বুসকেতস প্রতিপক্ষের দিয়েগো লরেন্তেকে ফাউল করায় স্পট-কিকের বাঁশি বাজিয়েছিলেন রেফারি। ৩৮তম মিনিটে সাবেক ক্লাবের বিপক্ষে লক্ষ্যভেদ করে বার্সাকে সমতায় ফেরান ফরাসি ফরোয়ার্ড গ্রিজমান। সোসিয়েদাদের হয়ে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত খেলেছিলেন তিনি। তার গোলের যোগানদাতা সুয়ারেজ।
বিরতির পর চতুর্থ মিনিটে উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজের গোলে এগিয়ে যায় লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। সোসিয়েদাদ গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন মেসি। কিন্তু নিজে শট না নিয়ে আর্জেন্টাইন তারকা বল বাড়ান ফাঁকায় দাঁড়িয়ে থাকা সুয়ারেজকে। প্রথম ছোঁয়ায় অনায়াসে বল জালে জড়ান তিনি। তবে অতিথিদের আনন্দ স্থায়ী হয়নি বেশিক্ষণ। ম্যাচের ৬২তম মিনিটে স্কোরলাইন ২-২ করে সোসিয়েদাদ। বাঁ প্রান্ত থেকে নাচো মনরিয়েলের শট বার্সা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন রুখে দিলেও বিপদমুক্ত করতে ব্যর্থ হন। ফাঁকায় দাঁড়িয়ে থাকা অ্যালেক্সান্ডার ইসাক বল জালে পাঠাতে ভুল করেননি।
১৬ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৩৫। হোঁচট খেলেও লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে তারা। এক ম্যাচ কম খেলা রিয়ালের সংগ্রহ ৩৪ পয়েন্ট। পাঁচ নম্বরে থাকা সোসিয়েদাদের সংগ্রহ ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট।
আগামী বুধবার রাতে ন্যু ক্যাম্পে চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়ালকে মোকাবিলা করবে বার্সেলোনা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। তার আগে রিয়ালের আরও একটি ম্যাচ রয়েছে। তারা খেলতে যাবে ভ্যালেন্সিয়ার মাঠে।
Comments