কীর্তনখোলায় কার্গো জাহাজডুবি
বরিশাল সদর উপজেলায় কীর্তনখোলা নদীতে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিমেন্টের কাঁচামালবাহী কার্গো জাহাজ ডুবে গেছে।
বরিশালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপপরিচালক আজমল হুদা মিঠু সরকারের বরাত দিয়ে আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আজমল হুদা মিঠু জানান, গতরাত সাড়ে ১০টার দিকে বরিশাল নদীবন্দর সংলগ্ন এলাকায় বরগুনা থেকে ঢাকাগামী ‘এমভি শাহরুখ-২’ লঞ্চের সঙ্গে চট্টগ্রাম থেকে বরিশালগামী কার্গো জাহাজটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাৎক্ষণিকভাবে কার্গো জাহাজটি ডুবে যায়।
সংঘর্ষে লঞ্চটির তলা ফেটে যাওয়ায় এর প্রায় ৩০০ যাত্রীকে অপর একটি লঞ্চে করে ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করেছেন।
এখন পর্যন্ত কেউ নিখোঁজ রয়েছেন, এমন তথ্য পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তিনি।
Comments