খুলনায় আরেক পাটকল শ্রমিকের মৃত্যু

খুলনার প্লাটিনাম জুট মিলের ম্যাকানিক্যাল বিভাগের শ্রমিক সোহরাব (৫৫) মারা গেছেন। আজ (১৫ ডিসেম্বর) ভোর সাড়ে সাতটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
jute_mill_worker.jpg
১২ ডিসেম্বর ২০১৯, প্লাটিনাম জুট মিলের সামনে আমরণ অনশনরত অবস্থায় শ্রমিকেরা অসুস্থ হয়ে গেলে তাদের শরীরে স্যালাইন দেওয়া হয়। ছবি স্টার

খুলনার প্লাটিনাম জুট মিলের ম্যাকানিক্যাল বিভাগের শ্রমিক সোহরাব (৫৫) মারা গেছেন। আজ (১৫ ডিসেম্বর) ভোর সাড়ে সাতটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্লাটিনাম জুট মিলের ম্যাকানিক্যাল বিভাগের শ্রমিক সোহরাব সকালে মারা গেছেন। তিনি শ্রমিকদের অনশনকালে অসুস্থ হয়ে মনীষা ক্লিনিকে ভর্তি হয়েছিলেন। পরে সুস্থ হয়ে গতকাল তিনি মিলে কাজে যোগ দেন।”

নিউজপ্রিন্ট মিল গেটের বাসায় থাকা অবস্থায় অসুস্থ হলে ভোর সাড়ে ছয়টায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় সাড়ে ভোর সাতটায় মারা যায় তিনি।

এর আগে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় আমরণ অনশনকালে অসুস্থ হয়ে প্লাটিনাম জুট মিলের তাঁত বিভাগের শ্রমিক আব্দুস সাত্তার (৫৫) মারা যান। 

গত ১০ ডিসেম্বর থেকে মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের শ্রমিকরা।

রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে তারা এ অনশন কর্মসূচি পালন করেন। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের আহ্বানে ১৩ ডিসেম্বর রাত সোয়া একটার দিকে তিনদিনের জন্য অনশন স্থগিত করেন শ্রমিকরা।

Comments

The Daily Star  | English

Former DMP commissioner Asaduzzaman Mia arrested

Rapid Action Battalion has arrested former Dhaka Metropolitan Police (DMP) commissioner Asaduzzaman Mia from the capital's Mohakhali area

2h ago