ঢাকায় প্রথম ধাপ শেষে ব্যাটিংয়ে ইমরুল, বোলিংয়ে এগিয়ে পেরেরা

Imrul Kayes
ছবি: ফিরোজ আহমেদ

বঙ্গবন্ধু বিপিএলের ঢাকায় প্রথম ধাপের আট ম্যাচ শেষে রান করায় এগিয়ে আছেন ইমরুল কায়েস। বোলিংয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকা সবার উপরে থিসারা পেরেরা। সেরা দশে রান করা দেশি ব্যাটসম্যানদেরই প্রাধান্য। বোলিংয়ে অবশ্য জাতীয় দলের মূল বোলাররা করছেন হতাশ। 

১১ ডিসেম্বর শুরু হওয়া বিপিএলে ঢাকা পর্বের প্রথম ধাপে খেলা হয়েছে ৪ দিনে ৮ ম্যাচ। সবচেয়ে বেশি তিন ম্যাচ করে খেলেছে ঢাকা প্লাটুন, সিলেট থান্ডার ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 

তিন ম্যাচ খেলে চট্টগ্রামের ইমরুল কায়েস ১ ফিফটিতে ১১৭ রান করে আছেন সবার উপরে। ৩ ম্যাচে ইমরুলের মতই সমান রান সতীর্থ চ্যাডউইক ওয়ালটনের। মোহাম্মদ মিঠুন তিন ম্যাচে করেছেন ১১২ রান। তামিম ইকবাল ৩ ম্যাচে করেন ১১০। মোসাদ্দেক হোসেন তিন ম্যাচ রান করেন ১০৯। এনামুল হক বিজয় ৩ ম্যাচে করেন ১০০ রান। মোহাম্মদ নাঈম শেখ ২ ম্যাচে ৯৫ আর লিটন দাস ২ ম্যাচে করেছেন ৮৩ রান। 

বোলিংয়ে ৩ ম্যাচে ৫ উইকেট নিয়ে সবার উপরে থিসারা পেরেরা। রাজশাহীর হয়ে অলক কাপালী ২ ম্যাচে নেন ৪ উইকেট। কুমিল্লার হয়ে ২ ম্যাচে ৪ উইকেট সৌম্য সরকারের। লুইস গ্র্যাগরিও রংপুরের হয়ে নেন ২ ম্যাচে ৪ উইকেট।  ২ ম্যাচে তিনটি করে উইকেট পেয়েছেন রাজশাহীর ফরহাদ রেজা আর রবি বোপারাও। 

অর্থাৎ সেরা পাঁচ বোলারের মধ্যে বাংলাদেশের বিশেষজ্ঞ কোন স্পিনার বা পেসার এখনো উঠে আসতে পারেননি।



পয়েন্ট টেবিল





দল/ পয়েন্ট

ম্যাচ 

জয় 

হার 

পয়েন্ট

রাজশাহী রয়্যালস

ঢাকা প্লাটুন

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

খুলনা টাইগার্স

কুমিল্লা ওয়ারিয়র্স

সিলেট থান্ডার

রংপুর রেঞ্জার্স

 

Comments

The Daily Star  | English

NCP rally comes under attack in Gopalganj

Chase and counter-chase were seen between law enforcers and BCL activists in the area

40m ago