স্টার্ক, লায়নের তোপে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
৪৬৮ রানের পাহাড়সময় লক্ষ্য। তা টপকে জিতে যাওয়া প্রায় অসম্ভব। হাতে দুই দিন পড়ে থাকায় টিকে থাকাও ছিল মুশকিল। নিউজিল্যান্ড পারেনি অসম্ভবকে সম্ভব করতে। অনুমিতভাবেই পার্থ টেস্ট বিশাল ব্যবধানে হেরেছে তারা।
মিচেল স্টার্ক আর ন্যাথান লায়নের তোপে মাত্র ১৭১ রানেই দ্বিতীয় ইনিংস শেষ হয়ে ২৯৬ রানে হেরেছে কিউইরা। স্টার্ক ৪৫ আর লায়ন ৬৩ রানে নেন ৪ উইকেট। প্রথম ইনিংসেও বিধ্বংসী বল করে ৫২ রানে ৫ উইকেট নেওয়া বাঁহাতি স্টার্কই হয়েছেন ম্যাচ সেরা।
কিউইদের ১৬৬ রানে অলআউট করে দেওয়ার পর চতুর্থ দিনে ৬ উইকেটে ১৬৭ রান নিয়ে নামে অসিরা। কিন্তু টিম সাউদির পেসে লম্বা হয়নি অসিদের দ্বিতীয় ইনিংসও। ৯ উইকেটে ২১৭ রান করেই তাই ইনিংস ঘোষণা দেন টিম পেইন। প্রথম ইনিংসে ৪১৬ রানের পূঁজি থাকায় বিশাল একটা লিড ততক্ষণেই হয়ে যায় অসিদের।
অসম্ভব লক্ষ্য তাড়ায় নামা অসিদের শুরু থেকেই চেপে ধরেন স্টার্ক আর লায়ন। পেস স্পিনের মিশেলে কাবু হতে থাকে ব্ল্যাক ক্যাপসরা। একশোর আগেই ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর বিজে ওয়েটলিং আর কলিন ডি গ্র্যান্ডহোমই দেখান কিছুটা প্রতিরোধ।
দুজনের ৫৬ রানের জুটি ভাঙেন প্যাট কামিন্স। এরপর হুড়মুড় করে ভেঙে পড়ে নিউজিল্যান্ডের ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৪১৬
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ১৬৬
অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস:২১৭/৯ (ডিক্লে) (বার্নস ৫৩, লেবুশানে ৫০; সাউদি ৫/৬৯)
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: (লক্ষ্য ৪৬৮) (ওয়েটলিং ৪০, গ্র্যান্ডহোম ৩৩ ; স্টার্ক ৪/৪৫, লায়ন ৪/৬৩)
ফল: অস্ট্রেলিয়া ২৬৯ রানে জয়ী।
Comments