বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে পিষ্ট মা
ঢাকার ফার্মগেটে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে এক প্রৌঢ়া নিহত হয়েছেন। ছেলের মোটরসাইলে থাকা ওই নারী চাকায় পিষ্ট হওয়ার আগে বাসটি তাকে ২০ ফিট টেনে নিয়ে যায়।
আজ রোববার বিকেলে ছেলের মোটরসাইকেলের পেছনে চেপে শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা নিয়ে ফিরছিলেন ৬০ বছরের সখিনা বেগম।
তেজগাঁও থানার পরিদর্শক হাসনাত খন্দকার দ্য ডেইলি স্টারকে বলেন, ফার্মগেটে ফার্মগেটের ফুটওভার ব্রিজের নিচে পৌঁছানোর পর এয়ারপোর্ট-বঙ্গবন্ধু এভিনিউ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে যান সখিনা বেগম। রাস্তার ওপরই বাসটি তাকে ২০ ফিট টেনে নিয়ে যায় তাকে। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। নিহতের ছেলে শামিম খান পুলিশকে এসব তথ্য জানিয়েছেন বলে তিনি জানান।
ঘটনার পর বাসের চাকার নিচ থেকে সখিনা বেগমের মরদেহ উদ্ধার করেন আশপাশের লোকজন। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের ছেলে শামিমও এসময় আহত হন। তিনি তেজগাঁওয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা।
ঘটনার পর পরই বাস চালক শাহ আলমকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তবে চালকের সহকারী পালিয়ে যান। এ ব্যাপারে তেজগাঁও থানায় একটি মামলার প্রস্তুতি চলার কথা জানান পুলিশ পরিদর্শক।
Comments