গাজীপুরে ফ্যান কারখানায় আগুনে নিহত ১০
গাজীপুরের হারিনালে একটি বৈদ্যুতিক ফ্যানের কারখানায় আগুন লেগে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আজ রোববার বিকেল পৌনে ৬টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার মামুনুর রশিদ বলেন, আগুন নিভানোর পর ‘লাক্সারি ফ্যান ফ্যাক্টরি’ থেকে লাশগুলো বের করে আনা হয়। পুড়ে যাওয়া দেহগুলো দেখে সনাক্ত করার মতো অবস্থায় নেই বলেও জানান তিনি।
তিন তলাবিশিষ্ট টিন শেড এই কারখানায় আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানা ভবনটির তৃতীয় তলা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
Comments