হারতে হারতে বেঁচে গেল রিয়াল

real madrid and benzema
ছবি: এএফপি

জিতলেই বার্সেলোনাকে হটিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে ওঠা নিশ্চিত ছিল। মৌসুমের প্রথম এল ক্লাসিকোর আগে তা বাড়তি আত্মবিশ্বাসও যোগাতে পারত রিয়াল মাদ্রিদকে। কিন্তু ভ্যালেন্সিয়ার মাঠে উল্টো হারতে বসেছিল জিনেদিন জিদানের শিষ্যরা। তবে যোগ করা সময়ের শেষ মুহূর্তে দারুণ ছন্দে থাকা করিম বেনজেমা জালের ঠিকানা খুঁজে নেওয়ায় স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে লস ব্লাঙ্কোসরা।

রবিবার রাতে মেস্তায়া স্টেডিয়ামে ভ্যালেন্সিয়া ও রিয়ালের মধ্যকার লা লিগার ম্যাচটি শেষ হয়েছে ১-১ সমতায়। গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৭৮তম মিনিটে কার্লোস সোলেরের গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। জয় যখন তাদের প্রায় নিশ্চিত, তখনই ম্যাচে সমতা টানেন ফরাসি স্ট্রাইকার বেনজেমা। পান চলতি লিগে নিজের ১২তম গোলের দেখা।

ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে আধিপত্য দেখায় রিয়াল। প্রতিপক্ষের মাঠে গোলের সুযোগ তৈরিতেও তারা ছিল এগিয়ে। কিন্তু বিরতির পর ভ্যালেন্সিয়াও উপহার দেয় গোছালো ফুটবল। ফল হিসেবে তারা পেয়ে যায় লিড। ড্যানিয়েল ভাসের পাস থেকে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ মিডফিল্ডার সোলেরা। তবে ম্যাচের নাটকীয়তার বাকি তখনও অনেক। নির্ধারিত ৯০ মিনিট শেষ অতিরিক্ত হিসেবে যোগ করা হয় চার মিনিট। সেই সময়ও পেরিয়ে যাওয়ার পর কাঙ্ক্ষিত গোল পায় রিয়াল।

ভিএআর প্রযুক্তির ব্যবহারের কারণে কিছু সময় নষ্ট হয়েছিল। তাই খেলা চালিয়ে যান রেফারি। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে কর্নার পায় রিয়াল। ম্যাচ বাঁচাতে মরিয়া অতিথিদের গোলরক্ষক থিবো কোর্তোয়াও উঠে আসেন গোলপোস্ট ছেড়ে। গ্যারেথ বেলের কর্নারে হেড করেন তিনিই। তবে তা রুখে দেন ভ্যালেন্সিয়া গোলরক্ষক। এরপর ডি-বক্সের ভেতরে জটলায় বল পেয়ে যান বেনজেমা। বল জালে জড়িয়ে দলকে উল্লাসে মাতোয়ারা করেন এই ফরোয়ার্ড।

১৬ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৩৫। সমান ম্যাচে বার্সার অর্জনও সমান পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষেই থাকছে কাতালানরা। আগামী বুধবার রাতে ন্যু ক্যাম্পে এল ক্লাসিকোতে রিয়াল মোকাবিলা করবে লিওনেল মেসিদের। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

Comments

The Daily Star  | English

Hasnat calls for mass rally after Juma prayers demanding AL ban

The announcement came during an ongoing protest programme that began last night in front of Jamuna.

2h ago