রিয়ালের প্রতিপক্ষ ম্যান সিটি, নাপোলির মুখোমুখি বার্সা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০১৯-২০ মৌসুমের নক-আউট পর্বে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে প্রতিযোগিতার রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগার শিরোপাধারী লিওনেল মেসির বার্সেলোনা খেলবে ইতালিয়ান ক্লাব নাপোলির বিপক্ষে।
সুইজারল্যান্ডের নিয়নে সোমবার (১৬ ডিসেম্বর) চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হয়েছে।
রিয়াল-বার্সার মতো কঠিন প্রতিপক্ষ পেয়েছে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলও। ইংলিশ ক্লাবটি খেলবে স্পেনের অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। জার্মান বুন্দেসলিগার চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকেও পড়তে হবে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে। তাদের প্রতিপক্ষ ইংলিশ পরাশক্তি চেলসি। নেইমার-কিলিয়ান এমবাপের প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) লড়তে হবে জার্মানির বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে। সে বিচারে ক্রিস্তিয়ানো রোনালদোর জুভেন্টাস পেয়েছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ। তারা মোকাবিলা করবে ফ্রান্সের অলিম্পিক লিওঁকে।
নক-আউটের বাকি দুই ম্যাচে মুখোমুখি হবে ভ্যালেন্সিয়া-আতালান্তা ও আরবি লাইপজিগ-টটেনহ্যাম হটস্পার।
আগামী বছরের ১৮, ১৯, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি হবে নক-আউটের প্রথম লেগের খেলা। দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ১০, ১১, ১৭ ও ১৮ মার্চ। প্রথম লেগে গ্রুপ চ্যাম্পিয়ন দলগুলো খেলবে প্রতিপক্ষের মাঠে।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বের ড্র:
ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ
প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)-বরুসিয়া ডর্টমুন্ড
বার্সেলোনা-নাপোলি
আরবি লাইপজিগ-টটেনহ্যাম হটস্পার
জুভেন্টাস-অলিম্পিক লিঁও
বায়ার্ন মিউনিখ-চেলসি
ভ্যালেন্সিয়া-আতালান্তা
লিভারপুল-অ্যাতলেতিকো মাদ্রিদ।
Comments