বিপিএলের ড্রোনটা কোথায় হারাল?
স্পাইডার ক্যাম আনা সম্ভব হয়নি। তাই উপর থেকে মাঠের চিত্র তুলে ধরার জন্য ড্রোন ক্যামেরাই একমাত্র ভরসা। সে কাজটা নিখুঁতভাবে করতে এবার দুটি ড্রোন ক্যামেরা ব্যবহার করেছিল বিপিএল ব্রডকাস্টাররা। তবে তার একটি হারিয়ে গেছে বন্দর নগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে থেকে। ম্যাচ চলাকালীন সময়ে স্টেডিয়ামের পাশে পড়ে গেলে তা আর খুঁজে পাওয়া যায়নি। ড্রোনটির আনুমানিক মূল্য চার থেকে পাঁচ লাখ টাকা।
ঘটনাটি ঘটে দিনের প্রথম ম্যাচে। খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালসের মধ্যকার ম্যাচের মাঝে এ দুর্ঘটনা ঘটে। মাঠের চিত্র ঠিকভাবে তুলে ধরতে আশে পাশে সব দিকেই নিয়েছিলেন কানাডার একজন ড্রোন নিয়ন্ত্রক ক্রিস ফিকরেট। কিন্তু হঠাৎ এক চিল এসে ঝাপটা দিলে পাশে ভূপাতিত হয় ড্রোনটি। পরে সে স্থানে গেলে তা আর খুঁজে পাওয়া যায়নি তা। তবে খোঁজাখুঁজির কাজ এখনও চলছে।
ড্রোন হারানোর পর দ্য ডেইলি স্টারকে ড্রোনচালক ফিকরেট বললেন, 'আমি যখন ড্রোনটি মাঠের ওইদিকে (উত্তর-পূর্ব দিকে) চালাচ্ছিলাম, তখন হঠাৎ একটি চিল এসে ঝাপটা দেয়। তাতে ওই পাশেই পড়ে যায় এটা। পরে আমাদের লোকজন গিয়ে খুঁজেছে। কিন্তু সেটা আর পাওয়া যায়নি। তবে এসব ঘটনা প্রায়ই হয়। আমাদের জন্য নতুন নয়। আমার আরও ড্রোন আছে। কোন সমস্যা হবে না।'
এদিকে জহুর আহমেদে গুঞ্জন চলেছে চিলের ঝাপটায় নয়, হঠাৎ যান্ত্রিক গোলযোগে ড্রোনটি ভূপাতিত হয়। মূলত ড্রোনটির ব্যাটারির চার্জ ফুরিয়ে যাওয়ায় এমনটা হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। তবে সেটা খুঁজে না পেয়ে বের করার জন্য পুরস্কারও ঘোষণা করেছে রিয়েল ইমপেক্ট প্রোডাকশন টিম। তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত বিপিএলে ঢাকা থেকে চট্টগ্রামে স্পাইডার ক্যাম আনা হলে সেট করতে লম্বা সময় লাগায় প্রথম দিন তা ব্যবহার করা সম্ভব হয়নি। এরপর ঢাকা নেওয়ার পরও একদিন তা ব্যবহার করা যায়নি। এবার তাই ঝামেলা এড়াতে স্পাইডার ক্যাম আনেনি তারা। তার পরিবর্তে দুটি ড্রোন ব্যবহার করে। কিন্তু তার একটি এদিন হারিয়ে যায়।
Comments