পাওয়া গেছে হারিয়ে যাওয়া সেই ড্রোন
আগের দিন খেলার মাঝে হারিয়ে গিয়েছিল বিপিএল ব্রডকাস্টারদের একটি ড্রোন। তবে বুধবার (১৮ ডিসেম্বর) খুঁজে পাওয়া গিয়েছে সেই ড্রোনটি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উত্তর-পূর্ব দিকের ফ্লাডলাইটের এক প্রান্তে আটকে ছিল সেটি। এদিন এক মাঠ-কর্মী ফ্লাডলাইট পোস্ট বেয়ে উঠে উদ্ধার করেন হারিয়ে যাওয়া ড্রোনটি।
মূলত ক্যামেরাই খুঁজে পেয়েছে হারিয়ে যাওয়া ড্রোনটি। মাঠের ক্যামেরাম্যান ফ্লাডলাইট পোস্টে কিছু একটা আটকে থাকতে দেখে তা জানান ড্রোনচালক ক্রিস ফিকরেটকে। পরে নিজের অপর ড্রোনটিকে ফ্লাডলাইট পোস্টের কাছে নিয়ে গিয়ে হারিয়ে যাওয়া ড্রোনটি দেখতে পান তিনি।
ড্রোন পাওয়ার পর দ্য ডেইলি স্টারকে ড্রোনচালক ফিকরেট বললেন, ‘মাঠের ক্যামেরাম্যান প্রথমে আমাকে বিষয়টি জানায়। মাঠের ওই দিকে (উত্তর-পূর্ব দিকে) ফ্লাডলাইটে আটকে ছিল। পরে আমি ড্রোন চালিয়ে ওইখানে হারিয়ে যাওয়া ড্রোনটি দেখতে পাই। এরপর কেউ একজন সেটা সেখান থেকে উদ্ধার করে এনেছেন।’
ড্রোন হারিয়ে যাওয়ার ঘটনাটি ঘটেছিল বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে। খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালসের মধ্যকার ম্যাচ চলাকালে দুর্ঘটনাটি ঘটেছিল। ড্রোন হারানো নিয়ে ফিকরেট তখন জানিয়েছিলেন, হঠাৎ একটি চিল এসে ঝাপটা দিলে নিয়ন্ত্রণ হারায় ড্রোনটি।
তবে আসলে খবর হলো ড্রোনটি ফ্লাডলাইটে আটকে যাওয়ায় যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। ফলে ড্রোনের নিয়ন্ত্রণ হারিয়েছিলেন ফিকরেট। আর সেটা খুঁজে না পেয়ে বের করার জন্য আগের দিন পুরস্কারও ঘোষণা করেছিল রিয়েল ইমপ্যাক্ট প্রোডাকশন টিম। তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছিল তারা।
Comments