খেলা

দক্ষিণ আফ্রিকার অনুরোধে ল্যাঙ্গাফেল্টকে ছেড়ে দিল বিসিবি

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের (সিএসএ) অনুরোধে পেস বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাফেল্টকে ছেড়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক এই প্রোটিয়া পেসার নিজ দেশের বোলিং কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন।
Charl Langeveldt
শার্ল ল্যাঙ্গাফেল্ট (ডান থেকে প্রথম)। ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের (সিএসএ) অনুরোধে পেস বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাফেল্টকে ছেড়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক এই প্রোটিয়া পেসার নিজ দেশের বোলিং কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ল্যাঙ্গাফেল্টকে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমি নিশ্চিত করছি যে তাকে (ল্যাঙ্গাফেল্টকে) অব্যাহতি দেওয়ার ব্যাপারে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে। সিএসএ’র সঙ্গে আমাদের দৃঢ় ক্রিকেটীয় সম্পর্ককে আমরা মূল্য দিই। এই বিষয়টিকে আমরা বিবেচনায় নিয়েছি যে তিনি দক্ষিণ আফ্রিকার একজন আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন এবং নিজ দলের সঙ্গে তার কাজ করতে চাওয়ার কারণটি আমরা অনুধাবন করতে পেরেছি। তাই তাৎক্ষণিকভাবে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।’

আগের দিন জানা গিয়েছিল, মোস্তাফিজুর রহমান-রুবেল হোসেনদের দায়িত্ব নেওয়ার ছয় মাস হতে না হতেই চাকরি ছাড়তে যাচ্ছেন ল্যাঙ্গাফেল্ট। ছুটি কাটাতে নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় গিয়ে সেখান থেকে ই-মেইলে বিসিবির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি, অনুরোধ করেছেন তাকে ছেড়ে দেওয়ার।

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান নিশ্চিত করেছিলেন ল্যাঙ্গাফেল্টের বাংলাদেশ ছাড়তে চাওয়ার খবর, ‘তিনি দক্ষিণ আফ্রিকা থেকে প্রস্তাব পেয়েছেন, তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছেন। আমরা এখনও সিদ্ধান্ত নিইনি।’

উল্লেখ্য, গত ২৭ জুলাই বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে ল্যাঙ্গাভেল্টের নাম ঘোষণা করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ইংল্যান্ড বিশ্বকাপের পর কোর্টনি ওয়ালশকে বিদায় করে দিয়ে অনেক আশা নিয়ে তাকে আনা হয়েছিল। ল্যাঙ্গাফেল্টের চুক্তি ছিল আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

Comments

The Daily Star  | English

I am a class one student in politics: Shakib

The number 1 all-rounder receives a grand welcome in Magura on his first visit since getting nomination from Awami League to contest in the upcoming national polls

14m ago