মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে রাজাকারের তালিকা দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে রাজাকার, আল বদর ও আল শামসের তালিকা দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তবে তিনি বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে দালাল আইনে অভিযুক্তদের তালিকা দেওয়া হয়েছে।
আজ (১৮ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এর আগে রাজাকারদের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আসার বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছিলেন যে, তালিকাটি তারা করেননি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া তালিকাই তারা প্রকাশ করেছেন।
কামাল বলেন, এটি কোনো রাজাকারের তালিকা নয়, আল বদর, আল শামসের তালিকা নয়। দালাল আইনে অভিযুক্তদের তালিকা এটি। নোট দেওয়া সত্ত্বেও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সবার নাম প্রকাশ করায় এর পুরো দায় ওই মন্ত্রণালয়ের বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
Comments