প্রধানমন্ত্রী তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন: কাদের
সেতুমন্ত্রী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রথম দফার রাজাকার তালিকা নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় তা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (১৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ২১তম জাতীয় সম্মেলনকে সামনে রেখে দলের সর্বশেষ যৌথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, “রাজাকারের প্রকাশিত তালিকায় কিছু ভুল-ত্রুটি রয়ে গেছে। বিষয়টি আমাদের নজরে এসেছে। প্রধানমন্ত্রী সেগুলো সংশোধনের নির্দেশ দিয়েছেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তিনি প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।”
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এরইমধ্যে দুঃখ প্রকাশ করেছে এবং ভুল সংশোধনের আশ্বাস দিয়েছে বলে উল্লেখ করেন কাদের।
Comments