রাজাকারের তালিকা স্থগিত, সংশোধিত তালিকা ২৬ মার্চ

Liberation War Affairs Ministry logo
ছবি: সংগৃহীত

সম্প্রতি প্রকাশিত রাজাকারের তালিকায় ভুল ধরা পড়ায় এবং তা নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার প্রেক্ষিতে তালিকাটি স্থগিত করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ (১৮ ডিসেম্বর) তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, “প্রকাশিত তালিকা নিয়ে অভিযোগ উঠায় তালিকাটি স্থগিত করা হয়েছে।”

যাচাই-বাছাই করে সংশোধিত ও নতুন তালিকা আগামী ২৬ মার্চ প্রকাশিত হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক তার মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রথম ধাপে ১০ হাজার ৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ করেন।

এরপর, রাজাকারদের সেই তালিকায় মুক্তিযোদ্ধার নাম থাকায় দেশজুড়ে বির্তকের সৃষ্টি হয়।

আরও পড়ুন:

প্রথম ধাপে ১০ হাজার ৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে রাজাকারের তালিকা দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দুঃখ প্রকাশ

রাজাকারের তালিকায় চাঁদপুরের ১১ জনকে মুক্তিযোদ্ধারা চেনেন না

রাজাকারের তালিকায় সুনামগঞ্জের মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠকের নাম

Comments