‘রাজাকার তালিকা করতে ৬০ কোটি টাকা খরচ একটি অসত্য সংবাদ’

‘রাজাকার তালিকা করতে ৬০ কোটি টাকা খরচ হয়েছে সংবাদটি অসত্য’ বলে জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
Liberation War Affairs Ministry logo
ছবি: সংগৃহীত

‘রাজাকার তালিকা করতে ৬০ কোটি টাকা খরচ হয়েছে সংবাদটি অসত্য’ বলে জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

আজ (১৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, “এই তালিকা প্রণয়নের জন্য কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয়নি বা বরাদ্দ চাওয়া হয়নি। কাজেই একটি পয়সা খরচের প্রশ্নই বাসে না।”

“এটি একটি অসত্য তথ্য,” বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ সংবাদ প্রকাশ ও প্রচারকারী কর্তৃপক্ষ সংবাদটি প্রত্যাহার করে আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রী জানিয়েছেন।

Comments