চড়া দামে কলকাতায় কামিন্স, পাঞ্জাবে ম্যাক্সওয়েল

আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন তারা দুজন। কাড়াকাড়িটাও হলো তাদেরকে নিয়েই। অর্থের অঙ্কটাও উঠল অনেক উঁচুতে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের নিলামের প্রথম ভাগে সবচেয়ে বেশি পারিশ্রমিকে দল পেয়েছেন অস্ট্রেলিয়ার দুই তারকা ক্রিকেটার। পেসার প্যাট কামিন্সকে ১৫ কোটি ৫০ লাখ রুপিতে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স। আগ্রাসী ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েলকে দলে পেতে কিংস ইলেভেন পাঞ্জাব খরচ করেছে ১০ কোটি ৭৫ লাখ রুপি।
maxwell cummins
ছবি: সম্পাদিত

আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন তারা দুজন। কাড়াকাড়িটাও হলো তাদেরকে নিয়েই। অর্থের অঙ্কটাও উঠল অনেক উঁচুতে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের নিলামের প্রথম ভাগে সবচেয়ে বেশি পারিশ্রমিকে দল পেয়েছেন অস্ট্রেলিয়ার দুই তারকা ক্রিকেটার। পেসার প্যাট কামিন্সকে ১৫ কোটি ৫০ লাখ রুপিতে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স। আগ্রাসী ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েলকে দলে পেতে কিংস ইলেভেন পাঞ্জাব খরচ করেছে ১০ কোটি ৭৫ লাখ রুপি।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে কলকাতায় শুরু হয়েছে আইপিএলের নিলাম। বড় অঙ্কে দল পেয়েছেন দক্ষিণ আফ্রিকার পেস অলরাউন্ডার ক্রিস মরিসও। তার জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যয় হচ্ছে ১০ কোটি রুপি। ওয়েস্ট ইন্ডিজের পেসার শেলডন কটরেলকেও চড়া দামে দলে নিয়েছে পাঞ্জাব। তার পারিশ্রমিক ৮ কোটি ৫০ লাখ রুপি। অজি পেসার নাথান কোল্টার-নাইলকে মুম্বাই ইন্ডিয়ান্স দলে ভিড়িয়েছে ৮ কোটি রুপিতে। উইন্ডিজের ব্যাটসম্যান শিমরন হেটমায়ারকে দিল্লি ক্যাপিটালস দলে টেনেছে ৭ কোটি ৭৫ লাখ রুপিতে।

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগানও খেলবেন কলকাতায়। তিনি পাচ্ছেন ৫ কোটি ২৫ লাখ রুপি। তার স্বদেশী বাঁহাতি তরুণ পেস অলরাউন্ডার স্যাম কারান ৫ কোটি ৫০ লাখ রুপিতে নাম লিখিয়েছেন চেন্নাই সুপার কিংসে। অস্ট্রেলিয়ার রঙিন পোশাকের অধিনায়ক অ্যারন ফিঞ্চকে ৪ কোটি ৪০ লাখ রুপিতে দলে নিয়েছে বেঙ্গালুরু। ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছেন স্পিনার পিযুষ চাওলা। ৬ কোটি ৭৫ লাখ রুপিতে তিনি নাম লিখিয়েছেন চেন্নাইতে।

তবে নিলামের প্রথম দফায় দল পাননি বাংলাদেশের মুশফিকুর রহিম। কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ না দেখানোয় ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান থেকে গেছেন অবিক্রীত।

নিলামে দল পাওয়া উল্লেখযোগ্য খেলোয়াড়রা:

ক্রিস লিন, অস্ট্রেলিয়া, মুম্বাই ইন্ডিয়ান্স, ২ কোটি রুপি

ইয়ন মরগান, ইংল্যান্ড, কলকাতা নাইট রাইডার্স, ৫.২৫ কোটি রুপি

রবিন উথাপ্পা, ভারত, রাজস্থান রয়্যালস, ৩ কোটি রুপি

জেসন রয়, ইংল্যান্ড, দিল্লি ক্যাপিটালস, ১.৫ কোটি রুপি

অ্যারন ফিঞ্চ, অস্ট্রেলিয়া, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ৪.৪ কোটি রুপি

গ্লেন ম্যাক্সওয়েল, অস্ট্রেলিয়া, কিংস ইলেভেন পাঞ্জাব, ১০.৭৫ কোটি রুপি

ক্রিস ওকস, ইংল্যান্ড, দিল্লি ক্যাপিটালস, ১.৫ কোটি রুপি

প্যাট কামিন্স, অস্ট্রেলিয়া, কলকাতা নাইট রাইডার্স, ১৫.৫ কোটি রুপি

স্যাম কারান, ইংল্যান্ড, চেন্নাই সুপার কিংস, ৫.৫ কোটি রুপি

ক্রিস মরিস, দক্ষিণ আফ্রিকা, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ১০ কোটি রুপি

অ্যালেক্স কেয়ারি, অস্ট্রেলিয়া, দিল্লি ক্যাপিটালস, ২.৪ কোটি রুপি

জয়দেব উনাদকাট, ভারত, রাজস্থান রয়্যালস, ৩ কোটি রুপি

নাথান কোল্টার-নাইল, অস্ট্রেলিয়া, মুম্বাই ইন্ডিয়ান্স, ৮ কোটি রুপি

শেলডন কটরেল, ওয়েস্ট ইন্ডিজ, কিংস ইলেভেন পাঞ্জাব, ৮.৫ কোটি রুপি

পিযুষ চাওলা, ভারত, চেন্নাই সুপার কিংস, ৬.৭৫ কোটি রুপি

শিমরন হেটমায়ার, ওয়েস্ট ইন্ডিজ, দিল্লি ক্যাপিটালস, ৭.৭৫ কোটি রুপি

ডেভিড মিলার, দক্ষিণ আফ্রিকা, রাজস্থান রয়্যালস, ৭৫ লাখ রুপি

মিচেল মার্শ, অস্ট্রেলিয়া, সানরাইজার্স হায়দরাবাদ, ২ কোটি রুপি

জিমি নিশাম, নিউজিল্যান্ড, কিংস ইলেভেন পাঞ্জাব, ৫০ লাখ রুপি

জশ হ্যাজেলউড, অস্ট্রেলিয়া, চেন্নাই সুপার কিংস, ২ কোটি রুপি।

Comments

The Daily Star  | English

Displaced bearing pad disrupted metro rail service: DMTCL official

Both local and Japanese workers and engineers were seen working to lift the pad back onto the pier

44m ago