রানা-মুগ্ধদের সঠিক পরিচর্যা চান মাশরাফি

Mashrafe Mortaza
ছবি: ফিরোজ আহমেদ

বিপিএলে নিজের অভিষেক ম্যাচেই নজর কেড়েছেন তরুণ গতি তারকা মুকিদুল ইসলাম মুগ্ধ। আর দারুণ বোলিং করছেন আরেক তরুণ মেহেদী হাসান রানাও। সাম্প্রতিক সময়ের পেস বোলারদের সংকটে এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য দারুণ খবর। তবে এখনই তাদের নিয়ে মাতামাতি না করে সঠিক পরিকল্পনা করে তাদের পরিচর্যা করার আহ্বান জানিয়েছেন দেশের ওয়ানডে সংস্করণের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

রংপুর র‍্যাঞ্জার্সের হয়ে আগের দিন ধারাবাহিকভাবে ঘণ্টায় ১৩৫ থেকে ১৩৮ কিলোমিটার গতিতে বল করেছেন মুগ্ধ। লাইন-লেংথও ছিল নিয়ন্ত্রিত। ব্যাটিং বান্ধব উইকেটেও মাত্র ২৬ রান খরচ করেছেন। অন্যদিকে রানা তো আরও দুর্দান্ত। টানা দুই ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জয়ের নায়ক। আগের দিন তো সোয়া চারশর বেশি রানের ম্যাচে কোটার চার ওভার করে মাত্র ২৩ রান দিয়ে পেয়েছেন তিন উইকেট। এমন পারফরম্যান্সের পর তার প্রশংসায় পঞ্চমুখ সবাই।

তবে এখনই তাদের তারকা খ্যাতিতে না ভাসিয়ে সঠিক পরিচর্যার কথা বললেন মাশরাফি, 'আমি মনে করি ওদের এখন পরিচর্যার সময়। আজকে আরেকজন পেস বোলার দেখেছি, মুগ্ধ। এবং আমাদের দলে যারা আছে, খুবই সম্ভাবনাময়, পঁচিশের নিচে বয়স। আমার মনে হয় ওদের পরিচর্যার সময় এখন। ওদের জন্য একটা সুন্দর পরিকল্পনা করে যদি সামনে এগোনো হয়। এমন না যে ভালো করছে জাতীয় দলে নিয়ে নাও। একটা নির্দিষ্ট সময় ধরে ওদের যদি তৈরি করা হয়।'

এ তরুণদের দেশের বড় সম্পদই মনে করছেন মাশরাফি। তাদের শুধু টি-টোয়েন্টি নয়, টেস্ট ক্রিকেটের জন্য গড়ে তোলার পক্ষে অধিনায়ক, 'শুধু টি-টোয়েন্টি নয়, টেস্টে কেন নয়? টেস্ট ম্যাচের চিন্তা করে ওদের যদি বড় পরিসরে চিন্তা করা হয়, এরা কিন্তু বাংলাদেশের সম্পদ। এমন না যে দুই-চারটা ম্যাচ ভালো করছে, বাংলাদেশ দলে নিয়ে আসা, হুট করে খারাপ করলে, যেটা হয় বাদ দিয়ে দেওয়া। এগুলো না করে, সঠিক একটা গাইডেন্সের ভেতর যদি ওদেরকে রাখা যায়। আমি মনে করি লম্বা সময় ওরা সার্ভিস দিতে পারবে।'

মাশরাফির মতো তরুণ পেসারদের দেখে মুগ্ধ চট্টগ্রামের অধিনায়ক মাহমুদউল্লাহও, 'মুগ্ধ, আমি বেশ কয়েকদিন আগে ওকে দেখেছিলাম, তার গতি অনেক। আর রানা ভালো বোলিং করছে। আরও কয়েকজন যারা আছে, ভালো বোলিং করছে। সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হয়, আমাদের পেস বোলিং আরও শক্তিশালী হচ্ছে। এর সাথে সাথে যদি ওদের মধ্যে দারুণ প্রতিযোগিতা থাকে, আমাদের ক্রিকেটের জন্য ভালো।' 

তরুণরা ভালো করলেও পরীক্ষিত অনেক পেসারদেরই সময়টা বাজে যাচ্ছে এ মৌসুমে। বিশেষ করে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের। তবে খুব শীগগিরই তারা আবার ছন্দে ফিরবেন বলে বিশ্বাস করেন মাহমুদউল্লাহ, 'তাসকিন এবং মুস্তাফিজ আমি মনে করি, ওরা এখনো বাংলাদেশের খুব বড় সম্পদ পেস বোলিং বিভাগে। আমার মনে হয় ওদেরকে একটু সময় দেওয়া উচিত। ওরা শক্তভাবে ফিরে আসবে, শতভাগ ফিরবে। ওদের সেই সামর্থ্য আছে। ওরা আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে, ওরা নিজেদের প্রমাণ করেছে আগে।'

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

The interim government is set to bring the curtain down on the Awami League as a functioning political party.

6h ago