কুমারা-এম্বুলদেনিয়ায় কাবু পাকিস্তান
বিশ্ব ফার্নেন্দোর জোড়া আঘাতের পর পাকিস্তানকে ধাক্কা দিলেন লাহিরু কুমারা, পরে তাতে যোগ দিলেন বাঁহাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া। দুজনে মিলে স্বাগতিকদের মাজা ভেঙে দিলেন। প্রথম ইনিংসে পাকিস্তান পারল না দুশো ছুঁতে।
করাচিতে লঙ্কানদের তোপে মাত্র ১৯১ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। জবাবে মোহাম্মদ আব্বাসের জোড়া আঘাতের পর ৩ উইকেটে ৬৪ তুলে প্রথম দিন শেষ করেছে শ্রীলঙ্কা।
সকালে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছিল পাকিস্তানই। শুরুতেই পাকিস্তান ইনিংসে আঘাত আনেন বাঁহাতি পেসার বিশ্ব। শান মাসুদ আর আজহার আলিকে বোল্ড করে দেন তিনি।
তৃতীয় উইকেটে ৫৫ রানের জুটির পর বিদায় নেন আগের টেস্ট রেকর্ড করা আবিদ আলি। লাহিরু কুমারার বলে এলবিডব্লিও হয়ে ফেরত যান ৩৮ রান করা আবিদ।
বিপদে পড়া পাকিস্তানকে স্বস্তি দেন বাবর আজম-আসাদ শফিক। ৬২ রানের জুটির পর এম্বুলদেনিয়ার স্পিনে স্টাম্পিং হয়ে ফেরত যান ৬০ রান করা বাবর। আসাদকে খানিকক্ষণ সঙ্গ দিয়ে থামেন হারিস সোহেলও। আর ইনিংস লম্বা করতে পারেনি স্বাগতিকরা।
নবম ব্যাটসম্যান হিসেবে কুমারার পেসে কাবু হয়ে ফেরত যান ৬৩ করা আসাদ।
দুশোর ভেতর থেমে যাওয়ার পর বল হাতে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা চালায় পাকিস্তান। ২৮ রানে অসাদা ফার্নেন্দোকে তুলে নেন শাহিন আফ্রিদি। এরপর দিমুথ করুনারত্নে আর কুশল মেন্ডিসকে ফেরান আব্বাস।
৮ রান নিয়ে ব্যাট করা অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউসের সঙ্গে শেষ বিকেলে যোগ দিয়েছেন নাইটওয়াচম্যান এম্বুলদেনিয়া।
Comments