আইপিএলের নিলামে মোস্তাফিজের ব্যাপারে আগ্রহ নেই কারো
আইপিএলে সাড়া জাগানো পারফরম্যান্স করে ২০১৬ মৌসুমের সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছিলেন মোস্তাফিজুর রহমান। সেই সময় যেন সুদূর কোনো অতীত। পরে আরও দুই আসরে ছিলেন বিবর্ণ। চোটপ্রবণ হওয়ায় বিসিবিই এরপর তাকে আইপিএল খেলতে নিষেধ করেছিল। এবার বিসিবি সায় দিলেও আইপিএলের কোনো দল থেকে সাড়া পেলেন না মোস্তাফিজ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কলকাতায় খেলোয়াড় নিলামে মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি। চলমান নিষ্প্রভ ফর্মে এই অঙ্কে যে তিনি দল পাবেন না তা অনুমিতই ছিল। হয়েছেও তাই। নিলামে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে নাম ওঠার পর তার ব্যাপারে আগ্রহ ছিল না কোনো ফ্র্যাঞ্চাইজির।
আইপিএলে মোট তিন আসরে খেলেছেন মোস্তাফিজ। সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করানোর পর সেই দলেই ছিলেন আরেক মৌসুম। কিন্তু খুব একটা ভালো না করায় পুরো আসর খেলতে পারেননি। পরের বার মুম্বাই ইন্ডিয়ান্সে গিয়ে একেবারে বেহাল দশাই হয় তার। একেবারেই খাপ খাওয়াতে না পারা মোস্তাফিজ করেন হতাশ।
বেশ কয়েক দিন থেকেই অবশ্য মোস্তাফিজের ফর্ম পড়তির দিকে। কদিন আগে জাতীয় দলের হয়ে ভারত সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টিত সিরিজে বেদম মার খেয়েছেন, দেখা মেলেনি উইকেটের। চলমান বিপিএলেও মোস্তাফিজ যেন সাদামাটা এক বোলার।
Comments