প্রতিবাদে শরিক হলেন প্রিয়াঙ্কাও
ভারতের নাগরিকত্ব আইন সংশোধনের প্রতিবাদে জামিয়া মিলিয়া ইসলামিয়া ও আলিগড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদে সমর্থন জানালেন বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শিক্ষার্থী নিপীড়নের নিন্দা জানিয়ে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে যারা প্রতিবাদ করছেন তাদের সঙ্গে সহিংস আচরণ করা ভুল।
এনডিটিভির খবরে বলা হয়, নতুন আইনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করার সময় দিল্লির জামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেভাবে পুলিশি নির্যাতন ও ধরপাকড় করা হয় তার নিন্দায় এবার টুইটারে সরব হলেন এই অভিনেত্রী।
জামিয়া মিলিয়ার শিক্ষার্থীদের নিপীড়নের প্রতিবাদে এরই মধ্যে সরব হয়েছেন অভিনেতা ফারহান আখতার, হৃতিক রোশন, মহম্মদ জিশান আয়ুব, পরিণীতি চোপড়া, সিদ্ধার্থ মালহোত্রা, প্রবীণ চিত্রনাট্যকার জাভেদ আখতার, চলচ্চিত্র নির্মাতা বিশাল ভরদ্বাজ ও অনুরাগ কাশ্যপ। এই ঘটনায় সরব হয়েছেন হলিউড অভিনেতা জন কুস্যাকও।
সংশোধিত নাগরিকত্ব আইনে বলা হয়েছে, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ২০১৪ সালের মধ্যে যে সব অমুসলিম মানুষরা ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তারা এবার ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।
ধর্মের ভিত্তিতে নাগরিকত্বের স্বীকৃতি দেওয়া ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানের মূল কাঠামোর পরিপন্থী, এমনটাই দাবি করে ওই আইনের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়েছে ভারতজুড়ে।
Comments