ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ড বিতরণী আজ সন্ধ্যায়

বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে নিবেদিত ব্যক্তিদের ‘দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯’ দেওয়া হবে আজ (২০ ডিসেম্বর) সন্ধ্যায়।
Dasily Star ICT Awards logo

বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে নিবেদিত ব্যক্তিদের ‘দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯’ দেওয়া হবে আজ (২০ ডিসেম্বর) সন্ধ্যায়।

রাজধানীর রেডিসন ব্লুতে সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। রেডিসন ব্লু এতে হসপিটালিটি পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।

ব্র্যাক ব্যাংক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এই পুরস্কার প্রদানে সহযোগিতা করছে।

এর আগে, গত ২০ নভেম্বর মনোনয়ন প্রত্যাশীরা তাদের কাজের বিবরণী জমা দেন। পরে স্বতন্ত্র জুরি প্যানেল যাচাই-বাছাইয়ের মাধ্যমে পাঁচটি বিভাগের জন্য চূড়ান্ত বিজয়ী নির্বাচিত করেন।

যেসব বিভাগের জন্য পুরস্কার দেওয়া হবে সেগুলো হচ্ছে: আইসিটি সলিউশন প্রোভাইডার অব দ্য ইয়ার (স্থানীয় বাজার ফোকাস), আইসিটি সলিউশন প্রোভাইডার অফ দ্য ইয়ার (আন্তর্জাতিক বাজার ফোকাস), ডিজিটাল কমার্স অফ দ্য ইয়ার, আইসিটি স্টার্টআপ অব দ্য ইয়ার এবং আইসিটি বিজনেস পার্সন অব দ্য ইয়ার।

Comments

The Daily Star  | English

US must intervene to stop Gaza carnage

Says ‘helpless’ UN chief as 16 more die in the Palestinian enclave

3h ago