৯ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে দীর্ঘ নয় ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়াঘাটে পারাপারের অপেক্ষায় আটকে পড়েছে কয়েকশ’ বাস, ট্রাক ও ছোট যানবাহন। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
বিআইডব্লিউটিসি পাটুরিয়া সেক্টরের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানিয়েছেন, গতকাল রাত ১০টার পর থেকে ঘনকুয়াশার ঢেকে থাকে পদ্মা নদী। কুয়াশার তীব্রতা বেড়ে গেলে রাত সাড়ে ১০টা থেকে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
সেসময় মাঝ নদীতে চারটি ফেরি আটকে পড়ে বলেও জানিয়েছেন তিনি।
তিনি বলেন, “রাতভর ফেরি চলাচল বন্ধ থাকার পর আজ (২০ ডিসেম্বর) সকাল ৮টার দিকে কুয়াশার তীব্রতা কিছুটা কমলে ফেরি পারাপার শুরু হয়।”
তবে ততোক্ষণে পাটুরিয়া ঘাটে যানবাহনের বাড়তি চাপ বেড়ে যায় উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় পারাপারের অপেক্ষায় রয়েছে যাত্রীবাহী বাস, ট্রাক ও মাইক্রোবাস-প্রাইভেটকারসহ পাঁচ শতাধিক যানবাহন।
Comments