শাহিন-আব্বাসের তোপের পরও লিড পেল শ্রীলঙ্কা

টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেটের স্বাদ নিলেন শাহিন শাহ আফ্রিদি। কম গেলেন না মোহাম্মদ আব্বাসও। তাদের তোপ সামলে শ্রীলঙ্কাকে লিড পাইয়ে দিলেন দিনেশ চান্দিমাল ও দিলরুয়ান পেরেরা। দুই ওপেনারের দৃঢ়তায় দিনের শেষটা অবশ্য পাকিস্তান করেছে দারুণভাবে।
shaheen shah afridi
ছবি: এএফপি

টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেটের স্বাদ নিলেন শাহিন শাহ আফ্রিদি। কম গেলেন না মোহাম্মদ আব্বাসও। তাদের তোপ সামলে শ্রীলঙ্কাকে লিড পাইয়ে দিলেন দিনেশ চান্দিমাল ও দিলরুয়ান পেরেরা। দুই ওপেনারের দৃঢ়তায় দিনের শেষটা অবশ্য পাকিস্তান করেছে দারুণভাবে।

শুক্রবার (২০ ডিসেম্বর) করাচি টেস্টের দ্বিতীয় দিন শেষে পাকিস্তান পিছিয়ে আছে ২৩ রানে। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৫৭ রান তুলেছে স্বাগতিকরা। শান মাসুদ ২১ ও আবিদ আলি ৩২ রানে উইকেটে আছেন।

এর আগে ৮০ রানের লিড নিয়ে শ্রীলঙ্কার প্রথম ইনিংস থামে ২৭১ রানে। প্রথম দিনের ৩ উইকেটে ৬৪ রান নিয়ে খেলতে নেমেছিল দলটি। এদিন তারা যোগ করে আরও ২০৭ রান।

৮০ রানে ৫ উইকেট হারানো লঙ্কানরা লিড পাওয়ার জন্য ধন্যবাদ দিতেই পারে চান্দিমাল ও দিলরুয়ানকে। সাবেক অধিনায়ক চান্দিমাল ১৪৩ বলে ৭৪ রানের ইনিংস খেলেন ১০ চারের সাহায্যে। ষষ্ঠ উইকেটে ধনঞ্জয়া ডি সিলভার সঙ্গে ৬৭ ও সপ্তম উইকেটে নিরোশান ডিকভেলার সঙ্গে ৪১ রান যোগ করেন তিনি। এরপর সঙ্গী হিসেবে পান দিলরুয়ানকে। নয়ে নামা স্পিনারের সঙ্গে অষ্টম উইকেটে চান্দিমাল গড়েন ৫১ রানের জুটি। দিলরুয়ান ৮৪ বলে ৬ চার ও ১ ছয়ে ৪৮ রান করে আউট হন।

লাহিরু কুমারাকে ফিরিয়ে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে দেওয়ার পাশাপাশি পঞ্চম উইকেটের দেখা পান শাহিন। এই বাঁহাতি খরচ করেন ৭৭ রান। ডানহাতি আব্বাস ৪ উইকেট নেন ৫৫ রানে। বাকি উইকেটটি শিকার করেন হারিস সোহেল।

সংক্ষিপ্ত স্কোর: (দ্বিতীয় দিন শেষে)

পাকিস্তান প্রথম ইনিংস: ৫৯.৩ ওভারে ১৯১

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৮৫.৫ ওভারে ২৭১ (আগের দিন ৬৪/৩) (ম্যাথিউস ১৩, এম্বুলদেনিয়া ১৩, চান্দিমাল ৭৪, ধনঞ্জয়া ৩২, ডিকভেলা ২১, দিলরুয়ান ৪৮, বিশ্ব ৫*, কুমারা ০; শাহিন ৫/৭৫, আব্বাস ৪/৫৫, নাসিম ০/৭১, ইয়াসির ০/৪৩, হারিস ১/১১)

পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ১৪ ওভারে ৫৭/০ (মাসুদ ২১*, আবিদ ৩২*; বিশ্ব ০/১৪, কুমারা ০/২০, এম্বুলদেনিয়া ০/১৭, দিলরুয়ান ০/২)।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago