স্যার ফজলে হাসান আবেদ আর নেই
ব্র্যাক বাংলাদেশের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ মারা গেছেন। আজ (২০ ডিসেম্বর) রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২২ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত স্যার ফজলে হাসান আবেদের মরদেহ ঢাকার আর্মি স্টেডিয়ামে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।
ব্র্যাকের এই কর্মকর্তা আরও জানান, রোববার দুপুর সাড়ে ১২টায় আর্মি স্টেডিয়ামে স্যার ফজলে হাসান আবেদের জানাজা সম্পন্ন হবে। জানাজার পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
দীর্ঘদিন ধরে স্যার ফজলে হাসান আবেদ অসুস্থ ছিলেন। তিনি ব্রেন টিউমারে আক্রান্ত অবস্থায় গত ২৮ নভেম্বর থেকে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে স্যার ফজলে হাসান আবেদের বয়স হয়েছিলো ৮৩ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে এবং তিন নাতি-নাতনি রেখে গেছেন।
আরও পড়ুন:
মানুষের জন্য কাজ করতে হবে, ব্র্যাক শুরু করার সময় এই ছিলো একমাত্র চিন্তা
চলে গেলেন পৃথিবীর সবচেয়ে বড় বেসরকারি প্রতিষ্ঠান গড়ার কারিগর
Comments