বিশ্বরেকর্ড গড়া আবিদ আলির আরও এক কীর্তি

আগের টেস্টেই বিশ্বরেকর্ড গড়েছিলেন আবিদ আলি। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে পাকিস্তানের ওপেনার ওয়ানডের পর টেস্ট অভিষেকেও সেঞ্চুরি করেছিলেন। সেই অনন্য অর্জনের সুবাস মিলিয়ে যাওয়ার আগে আরও এক কীর্তিতে নিজের নাম জড়িয়ে নিলেন ৩২ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান।
abid ali
ছবি: এএফপি

আগের টেস্টেই বিশ্বরেকর্ড গড়েছিলেন আবিদ আলি। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে পাকিস্তানের ওপেনার ওয়ানডের পর টেস্ট অভিষেকেও সেঞ্চুরি করেছিলেন। সেই অনন্য অর্জনের সুবাস মিলিয়ে যাওয়ার আগে আরও এক কীর্তিতে নিজের নাম জড়িয়ে নিলেন ৩২ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান।

ক্যারিয়ারের প্রথম দুই টেস্টেই সেঞ্চুরি করাদের ছোট্ট তালিকায় জায়গা করে নিয়েছেন আবিদ। পাকিস্তানের হয়ে সাদা পোশাকের ক্যারিয়ারে এমন দুর্দান্ত শুরু হয়নি আর কারও।

শনিবার (২১ ডিসেম্বর) ঘরের মাঠে করাচি টেস্টের তৃতীয় দিনে সেঞ্চুরি করেছেন আবিদ। মুখোমুখি হওয়া ১৩৭তম বলে তিন অঙ্কে পৌঁছে যান তিনি। সঙ্গী শান মাসুদকে নিয়ে শ্রীলঙ্কার বোলারদের নির্বিষ বানিয়ে গড়েছেন ২৭৮ রানের ওপেনিং জুটি। রাওয়ালপিন্ডিতে গেল টেস্টের একমাত্র ইনিংসে আবিদের ব্যাট থেকে এসেছিল অপরাজিত ১০৯ রান।

ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে সেঞ্চুরির কীর্তি আছে আরও আট জনের। আর প্রথম তিন টেস্টে টানা সেঞ্চুরির নজির আছে কেবল মোহাম্মদ আজহারউদ্দিনের। ভারতীয় সাবেক অধিনায়কের তিনটি সেঞ্চুরিই এসেছিল ইংল্যান্ডের বিপক্ষে।

অভিষেকের পর টানা দুই টেস্টে সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান ছিলেন অস্ট্রেলিয়ার উইলিয়াম পন্সফোর্ড। ১৯২৪-২৫ সালের অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে। ৪০ বছর পর তার কীর্তিতে ভাগ বসান স্বদেশী ডগ ওয়াল্টার্স। তিনিও সেঞ্চুরি করেছিলেন অ্যাশেজে।

এরপর ওয়েস্ট ইন্ডিজের আলভিন কালিচরণ, অস্ট্রেলিয়ার গ্রেগ ব্লেওয়েট, ভারতের সৌরভ গাঙ্গুলি ও রোহিত শর্মা নিজেদের প্রথম দুই টেস্টে সেঞ্চুরি করেছেন। আবিদের আগে সবশেষ এই কীর্তি গড়েছিলেন নিউজিল্যান্ডের জিমি নিশাম। তিনি ২০১৪ সালে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন অঙ্ক ছুঁয়েছিলেন।

Comments

The Daily Star  | English

Hathurusingha suspended as Bangladesh coach

Chandika Hathurusingha has been suspended as the head coach of the Bangladesh cricket team, the president of the Bangladesh Cricket Board (BCB) Faruque Ahmed announced in Mirpur today.

3h ago