শান-আবিদের বীরত্বে কোণঠাসা অবস্থা থেকে দাপটে ফিরল পাকিস্তান

প্রথম ইনিংসে ব্যাটসম্যানরা হয়েছিল ব্যর্থ। বোলারদের প্রাণান্ত চেষ্টার পরও শ্রীলঙ্কা পেয়ে গিয়েছিল ৮১ রানের লিড। দ্বিতীয় ইনিংসে দুই ওপেনার শান মাসুদ আর আবিদর ব্যাট হয়ে উঠল ঝলমলে। কোণঠাসা অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে এখন জেতার কথাই ভাবতে পারে পাকিস্তান।

করাচি টেস্টের তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩৯৫ রান করে ফেলেছে পাকিস্তান। এরমধ্যে এগিয়ে গেছে ৩১৫ রানে। ম্যাচে বাকি এখনো দুদিন, স্বাগতিকদের হাতে বাকি আছে আরও ৮  উইকেট। লিডটা আরও বাড়িয়ে লঙ্কানদের প্রায় অসম্ভব এক লক্ষ্য দেওয়ারই পথে আজহার আলির দল।

পাকিস্তানে টেস্ট ক্রিকেট ফেরার পর রাওয়ালপিন্ডিতে ফল দেখা যায়নি বৃষ্টির দাপটে। তবে করাচি আভাস দিচ্ছে, এখানে দেখা মিলতে পারে ফল। আর তা পাকিস্তানের দিকে যাওয়ার পাল্লাই ভারি।

প্রথম ইনিংসে পাকিস্তান ১৯১ রানে গুটিয়ে যাওয়ার পর লঙ্কানরা তুলেছিল ২৭১।

আগের দিনের বিনা উইকেটে ৫৭ নিয়ে নেমে এদিনও একই তালে খেলতে থাকেন শান, আবিদ। অভিষেকের পর টানা দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি তুলে নেন আবিদ। শানও পৌঁছান তিন অঙ্কে। ওপেনিং জুটিতেই আসে ২৭৮ রান। ১৯৮ বলে ১৩৫ করা শানকে আউট করে এই জুটি ভাঙেন লাহিরু কুমারা।

কিন্তু দ্বিতীয় উইকেটে অধিনায়ক আজহারের সঙ্গে আরেক জুটি জমে যায় আবিদের। আবিদ দিচ্ছিলেন ডাবল সেঞ্চুরির আভাস। কিন্তু ২১ চার ১ ছয়ে আবিদের ২৮১ বলের ইনিংস থামে ১৭৪ রানে। আবিদকে এলবিডব্লিও এই উইকেটও আনেন কুমারা। দিনের শেষ সাফল্য তাদের এটাই।

আজহার আলি ৫৭ আর বাবর আজম ২২ রান নিয়ে ব্যাট করছেন।

Comments

The Daily Star  | English
Khaleda Zia calls for unity

‘Seize the moment to anchor democracy’

Urging people to remain united, BNP Chairperson Khaleda Zia has said the country must quickly seize the opportunity to institutionalise the democratic system.

5h ago