যুব বিশ্বকাপে অধিনায়ক আকবর, ঠাঁই হয়নি রিশাদের
উইকেটরক্ষক-ব্যাটসম্যান আকবর আলির নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ১৫ জনের স্কোয়াড দিয়েছে বিসিবি। এতে সবচেয়ে বড় চমক লেগ স্পিনার রিশাদ হোসেনের না থাকা। তিনি ছাড়া বেশ কয়েক দিন থেকে যুব দলে খেলা প্রায় সব ক্রিকেটারই অনুমিতভাবে আছেন বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে।
দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপগামী দলের সহ-অধিনায়ক করা হয়েছে প্রতিশ্রুতিশীল টপ-অর্ডার ব্যাটসম্যান তৌহিদ হৃদয়কে। দলে আছেন নিউজিল্যান্ড সফরে দারুণ খেলা ওপেনার তানজিদ হাসান তামিম।
বাংলাদেশের ব্যাটিং অর্ডারে ভরসা যোগাবেন মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন পাটোয়ারিরা। দক্ষিণ আফ্রিকায় খেলা বলেই দলে পেসারদের আধিক্য। দলের সবচেয়ে বড় অস্ত্র হিসেবে আছেন বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী ও শরিফুল ইসলাম। তাদের সঙ্গে থাকবেন ডানহাতি পেসার শাহিন আলম আর অভিষেক দাস।
লেগ স্পিনার রিশাদকে না রাখলেও দলে বাঁহাতি স্পিনার রাখা হয়েছে দুজন। রকিবুল হাসান আর হাসান মুরাদের হাতে ভার থাকছে দলের স্পিন বিভাগের।
বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল দেশ ছাড়বে আগামী ৩ জানুয়ারি। কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতে ৭ ও ৯ জানুয়ারি দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন আকবররা। ১৩ ও ১৫ জানুয়ারি আছে দুটো অফিসিয়াল ওয়ার্ম-আপ ম্যাচ। ১৮ জানুয়ারি ‘সি’ গ্রুপে বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।
যুব বিশ্বকাপের বাংলাদেশ দল: আকবর আলি (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন লিমন, প্রান্তিক নওরোজ, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, শামীম হোসেন পাটোয়ারি, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শরিফুল ইসলাম, মোহাম্মদ শাহিন আলম, রকিবুল হাসান, হাসান মুরাদ।
স্ট্যান্ড-বাই: আমিত হাসান, মেহরাব হোসেন, আশরাফুল ইসলাম সিয়াম, মিনহাজুর রহমান মোহান্না, রুহেল মিয়া, আসাদুল্লাহ হেল গালিব।
Comments