সংকট উত্তরণে দিকনির্দেশনা নেই আ. লীগের কাউন্সিলে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ তাদের ২১তম কাউন্সিলে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের সংকট উত্তরণে কোনো দিকনির্দেশনা দিতে ব্যর্থ হয়েছে। এতে সম্পূর্ণভাবে জাতি হতাশ হয়েছে।
fakhrul_islam_alamgir_2_0_1.jpg
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ তাদের ২১তম কাউন্সিলে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের সংকট উত্তরণে কোনো দিকনির্দেশনা দিতে ব্যর্থ হয়েছে। এতে সম্পূর্ণভাবে জাতি হতাশ হয়েছে।

দলের পক্ষে প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রহীন একটা অবস্থা, সংবিধানকে উপেক্ষা করে প্রায় এক দশক ধরে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার লক্ষ্যে আওয়ামী লীগ কাজ করছে। জাতির প্রত্যাশা ছিল যে হয়তোবা গণতন্ত্র উত্তরণের একটা পথ দেখা যাবে। কিন্তু তাদের সম্মেলনে সেই পথ তারা দেখাতে পারেনি। ফলে জাতি সম্পূর্ণভাবে হতাশ হয়েছে।

রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবির মুরাদ স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল শেষে তিনি এসব কথা বলেন।

শনিবার আওয়ামী লীগের ২১তম কাউন্সিলের দ্বিতীয় দিনে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের সভাপতি পদে শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের পরবর্তী তিন বছরের জন্য পুনর্নির্বাচিত হন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের কাউন্সিলে ব্যক্তি ও দলের বন্দনা করা হয়েছে, কিন্তু জাতির যে সংকট সেই সংকট উত্তরণের জন্য বেশি কিছু এ সম্মেলনে আসেনি। দুর্ভাগ্যজনকভাবে তারা তাদের একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করবার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার গণতান্ত্রিক ব্যবস্থাকে উপেক্ষা করা হয়েছে।

Comments

The Daily Star  | English
Saber Hossain Chowdhury minister for environment, forests and climate change

Saber walks out of jail after getting bail in all cases

Former environment, forest and climate change minister Saber Hossain Chowdhury was freed from jail after securing bail in all six cases filed against him with Paltan and Khilgaon police stations

48m ago