ভারতে নিহত ২৪

ভারতের বিজেপি সরকারের নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে বেড়ে চলছে মৃতের সংখ্যা। প্রাথমিকভাবে দেশটির বিজেপি-শাসিত আসামে সহিংস প্রতিবাদ শুরু হলে তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সারাদেশে। মূলত বিজেপি-শাসিত রাজ্যগুলোতে নিহতের সংখ্যা বেশি।
India violence
২০ ডিসেম্বর ২০১৯, ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বুলন্দশহরে নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষুদ্ধ জনতা একটি গাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। ছবি: রয়টার্স

ভারতের বিজেপি সরকারের নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে বেড়ে চলছে মৃতের সংখ্যা। প্রাথমিকভাবে দেশটির বিজেপি-শাসিত আসামে সহিংস প্রতিবাদ শুরু হলে তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সারাদেশে। মূলত বিজেপি-শাসিত রাজ্যগুলোতে নিহতের সংখ্যা বেশি।

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নাগরিকত্ব আইনের ধারাবাহিক বিক্ষোভ-প্রতিবাদে ভারতে গতকাল (২১ ডিসেম্বর) পর্যন্ত অন্তত ২৪ জন নিহত হয়েছেন।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বিজেপি-শাসিত অপর রাজ্য উত্তরপ্রদেশে গত তিনদিনের বিক্ষোভে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ এ।

আজ (২২ ডিসেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে উত্তরপ্রদেশে মৃতের সংখ্যা ১৫ বলা হলেও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা, গত ১৯ ডিসেম্বর থেকে রাজ্যজুড়ে সহিংসতায় ১৮ জন নিহত হয়েছেন।

“নিহতদের মধ্যে অধিকাংশই তরুণ,” উল্লেখ করে উত্তর প্রদেশ পুলিশের মুখপাত্র প্রবীণ কুমার গণমাধ্যমকে বলেছেন, “নিহতদের অনেকের শরীরে গুলির আঘাত রয়েছে। কিন্তু, সেগুলো পুলিশের ছোড়া গুলি নয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ শুধু টিয়ার গ্যাস ছুড়েছে।”

শুধু উত্তরপ্রদেশ নয়, সহিংস বিক্ষোভ চলছে বিহার, মধ্যপ্রদেশ ও দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু ও কেরালায়।

দক্ষিণ ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নাগরিকপঞ্জি (এনআরসি) এবং নাগরিকত্ব আইন নিয়ে ক্রমশ জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে বিজেপি সরকার।

Comments

The Daily Star  | English

Don’t stop till the dream comes true

Chief Adviser Prof Muhammad Yunus yesterday urged key organisers of the student-led mass uprising to continue their efforts to make students’ and the people’s dream of a new Bangladesh come true.

1h ago