অনুশীলনে ফিরেছেন তামিম, খেলতে পারেন পরের ম্যাচ

ছবি: ফিরোজ আহমেদ

অনুশীলনে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দল ও ঢাকা প্লাটুনের ওপেনার তামিম ইকবাল খান। সপ্তাহ খানেক আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তবে আশার সংবাদ, অসুস্থতা কাটিয়ে সম্পূর্ণ সুস্থ এই বাঁহাতি ক্রিকেটার। ঢাকার পরের ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামতে পারেন তিনি।

রবিবার (২২ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে আসে ঢাকা। দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন তামিম। শুরুতে কিছুক্ষণ রানিং করার পর প্রায় ঘণ্টা খানেক ব্যাটিং অনুশীলন করেন তিনি।

তামিম অবশ্য হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দুই দিন আগে। আগের দিন তিনি দলের সঙ্গে যোগ দেন। আর এদিন প্রথম অনুশীলন করলেন এ ড্যাশিং ওপেনার।

তামিমের অনুশীলনে ফেরা নিয়ে দলটির ম্যানেজার আহসানউল্লাহ হাসান বললেন, ‘গত পরশু তামিম হাসপাতাল থেকে ফিরেছে। আজকে অনুশীলনে এসেছে। ও এখন সম্পূর্ণ সুস্থ। তবে হয়তো কিছুটা দুর্বলতা রয়েছে। আজকে অনুশীলন করল। আশা করি, কালকের ম্যাচ খেলবে। তবে নিশ্চিত নয়। খেলার সম্ভাবনা সমান সমান।’

টেস্ট ও ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম, টি-টোয়েন্টিতে আছেন দ্বিতীয় স্থানে। স্বাভাবিকভাবেই তাই ঘরোয়া ক্রিকেটে তার দিকে তাকিয়ে থাকে দল। তাকে ছাড়া আগের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে হেরে যায় ঢাকা।

সাম্প্রতিক বাজে সময় পেছনে ফেলে বঙ্গবন্ধু বিপিএলের ঢাকা পর্বে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন তামিম। প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৭৪ ও ৩১ রানের ইনিংস খেলেছেন। তাই চট্টগ্রামের ক্রিকেট অনুসারীদের আগ্রহের বিশাল অংশ জুড়ে আছেন এই বাঁহাতি। ঘরের ছেলেকে আগামীকাল সোমবারই কুমিল্লার বিপক্ষে মাঠে দেখতে পারে বন্দর নগরীর দর্শকরা।

Comments

The Daily Star  | English

The Daily Star, HSBC honour high achievers in O- and A-Level exams

To commemorate the victims of the July Uprising, the programme began with a one-minute silence, followed by the rendition of the national anthem

1h ago