বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের সূচি জানাল আয়ারল্যান্ড
আর্থিক সংকটের কারণ দেখিয়ে আগেই বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট বাতিল করেছিল আয়ারল্যান্ড। এবার টেস্ট ছাড়া কেবল তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ করেছে তারা। তবে একই সঙ্গে তারা জানিয়েছে, ওয়ানডের পাশাপাশি আগামী বছর মে মাসে দুদলের চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হতে পারে নিরপেক্ষ কোনো ভেন্যুতে।
২০২০ সালের মে মাসে আইসিসির এফটিপি অনুযায়ী আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা বাংলাদেশের। দেশটির বোর্ড ক্রিকেট আয়ারল্যান্ড জানিয়েছে, দুদলের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৪ মে। বেলফাস্টের স্টরমন্ট ক্রিকেট গ্রাউন্ডেই বাকি দুই ম্যাচ হবে ১৬ ও ১৯ তারিখে।
যেহেতু টেস্ট বাতিল হয়েছে, তাই দুই বোর্ডের সমঝোতায় একটি বাড়তি টি-টোয়েন্টিসহ চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় আয়ারল্যান্ড। তবে ওয়ানডে নিজ দেশে আয়োজন করলেও টি-টোয়েন্টি সিরিজ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করার কথা ভাবছে তারা।
নিরপেক্ষ মাঠ হিসেবে ইংল্যান্ডের কোনো ভেন্যু বেছে নেওয়া হতে পারে। ভেন্যু চূড়ান্ত না হওয়ায় টি-টোয়েন্টি সিরিজের সূচিও প্রকাশ করেনি ক্রিকেট আয়ারল্যান্ড।
আগামী বছর অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পেস–বাউন্সি উইকেটে প্রস্তুতির জন্য আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি গুরুত্বের সঙ্গে বিবেচনায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবির)।
Comments