ইন্দোনেশিয়ায় বাস নদীতে পড়ে নিহত ২৪

Indonesia.jpg
২৪ ডিসেম্বর ২০১৯, দুর্ঘটনা কবলিত বাসটি থেকে হতাহতদের উদ্ধার করা হচ্ছে। ছবি: রয়টার্স

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী বাস নদীতে পড়ে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

আজ (২৪ ডিসেম্বর) স্থানীয় পুলিশের মুখপাত্র ডলি গুমারা বার্তা সংস্থা এএফপিকে জানান, গত মধ্যরাতে দক্ষিণ সুমাত্রা প্রদেশে বেশ কিছু লোক নিয়ে বাসটি রওয়ানা হলে, তা ১৫০ মিটার (৫০০ ফুট) খাদ থেকে গড়িয়ে পড়ে নদীতে তলিয়ে যায়।

অন্য কোনো পরিবহন সেখানে ছিলো না জানিয়ে গুমারা বলেন, “খাদে পড়ার আগে বাসটি একটি কংক্রিটের দেয়ালের সঙ্গে ধাক্কা খায়। বাসটির ভেতর এখনও অনেকে আটকে রয়েছেন।”

হতাহতের উদ্ধারে কয়েকটি টিম নিয়োজিত করা হয়েছে। গুমারা জানান, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

পাগার আলাম শহরের নিকটবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সেখানে উদ্ধার কাজ চালানো বেশ কষ্টসাধ্য।

বাসটি বেংকুলু থেকে পাগার আলামের উদ্দেশে যাত্রা করেছিলো। কয়েকজন যাত্রী পুলিশকে জানায়, দুর্ঘটনার সময় বাসটিতে ৫০ জন যাত্রী ছিলো।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দ্বীপাঞ্চলে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। পুরনো যানবাহনের দুর্বল ব্যবস্থাপনা এবং রাস্তার নিয়ম সঠিকভাবে পালন না করাই এসব দুর্ঘটনার কারণ বলে জানা গেছে।

এর আগে, গত সেপ্টেম্বরে পশ্চিম জাভার সুকাবুমি অঞ্চলে একটি বাস খাদে পড়ে অন্তত ২১ ব্যক্তি প্রাণ হারান।

Comments

The Daily Star  | English
bangladesh bank buys dollar

BB buys $313m more from 22 banks

The cut-off rate was Tk 121.5 per US dollar

3h ago