এক মাসে ইন্টারনেট সংযোগের সংখ্যা কমেছে ৫ লাখ
গত নভেম্বর মাসে সারাদেশে সক্রিয় ইন্টারনেট সংযোগের সংখ্যা কমেছে পাঁচ লাখের বেশি।
আজ (২৪ ডিসেম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এক প্রতিবেদনে বলা হয়, নভেম্বরে সক্রিয় মোট ইন্টারনেট সংযোগের সংখ্যা কমে ৯ কোটি ৯০ লাখে এসে দাঁড়িয়েছে।
এতে আরও বলা হয়, গত অক্টোবরে সক্রিয় মোবাইল ইন্টারনেট সংযোগের সংখ্যা ছিলো ৯ কোটি ৩০ লাখ ৭৯ হাজার। নভেম্বরে তা কমে দাঁড়িয়েছে ৯ কোটি ৩০ লাখ ৩২ হাজারে।
অন্যদিকে, নভেম্বরে ফিক্সড ইন্টারনেট সংযোগ বেড়েছে ১০ হাজার। তবে ওয়াইম্যাক্স সংযোগের সংখ্যা কমেছে পাঁচ হাজার।
Comments