প্রবাসী শ্রমিকদের জন্য হটলাইন চালু

প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের জন্য হটলাইন সেবা চালু করেছে সরকার। এর মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসে নিরাপত্তার ব্যাপারে প্রয়োজনীয় তথ্য পাওয়া সহজ হবে।

প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের জন্য হটলাইন সেবা চালু করেছে সরকার। এর মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসে নিরাপত্তার ব্যাপারে প্রয়োজনীয় তথ্য পাওয়া সহজ হবে।

হটলাইন সেবা চালুকরণ উপলক্ষে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও ব্র্যাক যৌথভাবে একটি কর্মশালা আয়োজন করে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আইওএম ও ব্র্যাক যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে। কর্মশালায় জানানো হয় যে এখন থেকে সকাল ৭টা থেকে রাত ১১টার মধ্যে +০৮০০০১০২০৩০ (টোল ফ্রি) এবং +০৯৬১০২০৩০ (লং কোড) নম্বর ডায়াল করে প্রয়োজনীয় তথ্য পাবেন।

কর্মশালায় ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান বলেন, প্রকল্পের মেয়াদ শেষে ব্র্যাক এই হটলাইন সেবা চালু রাখবে।

Comments

The Daily Star  | English
Bangladeshi-Americans eager to help build new Bangladesh

July uprising and some thoughts of Bangladeshi-Americans

NRBs gathered in New Jersey showed eagerness to assist in the journey of the new Bangladesh forward.

12h ago