পাকিস্তানে গিয়ে টি-টোয়েন্টি খেলে অবস্থা বুঝে টেস্টের সিদ্ধান্ত

Nizamuddin chowdhury
বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী। (ফাইল ছবি)

পাকিস্তানে গিয়ে কেবল টি-টোয়েন্টি খেলতে চায় বাংলাদেশ, টেস্ট খেলতে চায় নিরপেক্ষ ভেন্যুতে। এই ছিল বিসিবির প্রাথমিক অবস্থান। তবে নিরপেক্ষ ভেন্যুতে খেলার প্রস্তাব পাকিস্তান প্রত্যাখ্যান করার পর বিসিবির অবস্থানেও যেন এলো কিছুটা বদল! বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলছেন, আগে টি-টোয়েন্টি খেলে অবস্থা বুঝে তারপর তারা নেবেন টেস্ট সিরিজের সিদ্ধান্ত।

নিরপত্তাজনিত কারণে পাকিস্তান সফরের ব্যাপারে শুরু থেকেই সতর্ক পথে হাঁটছে বাংলাদেশ। সরকারের নিরাপত্তা পর্যবেক্ষক দলের পরামর্শে সেদেশে একটি ভেন্যুতে অল্প সময়ের মধ্যে টি-টোয়েন্টি সিরিজ খেলতে রাজি হয়েছে বিসিবি। কিন্তু সম্প্রতি পাকিস্তানে গিয়ে শ্রীলঙ্কা দল টেস্ট সিরিজ খেলে আসার পর বাংলাদেশের সেখানে গিয়ে টেস্ট খেলতে না চাওয়ার বিষয়টিকে সহজভাবে মানতে পারছে না পিসিবি।

বাংলাদেশের সিদ্ধান্তের পর ক্ষোভ জানাতে দেখা গেছে পাকিস্তানের প্রধান কোচ মিসবাহ-উল-হক ও টেস্ট অধিনায়ক আজহার আলিকেও। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি এসহান মানিও জানিয়ে দিয়েছেন, কোনোভাবেই নিরপেক্ষ ভেন্যুতে খেলবেন না তারা।

এই অবস্থায় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিসিবির অবস্থান জানান সিইও নিজামউদ্দিন। এবার টেস্ট খেলতে বাংলাদেশ পাকিস্তানে যাবেই না, এমন কোনো কথা জোর দিয়ে বলেননি তিনি, ‘পাকিস্তানের যে অবস্থা, তাতে তারা তো চাইবেই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট পুরোমাত্রায় ফিরে আসুক। সেই চিন্তা থেকেই তারা হয়তো ওই ধরনের (নিরপেক্ষ ভেন্যুতে না খেলা) কথা বলেছে। কিন্তু আপনারা জানেন যে ম্যাচ পরিস্থিতি বলে একটা ব্যাপার আছে। একই সঙ্গে ম্যাচের সঙ্গে সম্পৃক্ত আমাদের খেলোয়াড় আছে, টিম ম্যানেজমেন্ট আছে; আপনারা জানেন যে আমাদের টিম ম্যানেজমেন্টের বেশির ভাগ সদস্য দেশের বাইরের- বিদেশি কোচিং স্টাফ। এছাড়া আরো যারা সম্পৃক্ত আছেন, সবার সঙ্গে আলোচনা করে লম্বা সময় থাকার (পাকিস্তানে) ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।’

বিসিবির নতুন প্রস্তাব অনেকটা এরকম- আগে টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সেটা ঠিকমতো হচ্ছে দেখলে টেস্টেও যাওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত আসবে, ‘আমাদের প্রাথমিক প্রস্তাবটা হচ্ছে যে আমরা যদি সীমিত সময়ের জন্য তিনটি টি-টোয়েন্টি খেলে আসতে পারি, তাহলে সবাই পরিস্থিতি ভালোভাবে বুঝতে পারবে। এই চিন্তা-ভাবনা থেকেই আমাদের এই (নতুন) প্রস্তাবটা দেওয়া।’

Comments

The Daily Star  | English

Govt to unveil 'July Declaration' on August 5

It will be presented before the nation at 5:00pm

1h ago