তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে ৬.২ ডিগ্রি সেলসিয়াস
হঠাৎ করেই সারা দেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহের কারণে বিপর্যস্ত জনজীবন। দেশের উত্তরাঞ্চলে শীতের এ তীব্রতা যেনো আরও বেশি।
আজ (২৫ ডিসেম্বর) সকালে দেশের উত্তরাঞ্চলের সর্বশেষ উপজেলা তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
পৌষের শুরু থেকেই শীতের এমন দাপটে কাবু হয়ে পড়েছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের মানুষ। বিশেষ করে হিমালয়ের খুব কাছাকাছি হওয়ায় জেলার সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়ায় অনুভূত হচ্ছে হাড় কাঁপানো শীত। গত কয়েকদিন ধরে ভালোভাবে দেখা মিলছে না সূর্যের। আবার সূর্য উঠলেও তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না।
প্রসঙ্গত, গত বছরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছিলো আবহাওয়া অধিদপ্তর। চলতি বছরে তা অতিক্রম করবে কী না, তা সময়ই ওপরই নির্ভর করছে।
Comments