বড়দিনের বর্ণিল আয়োজন

Je Jibon Jiboner
‘যে জীবন জীবনের’ নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

আজ (২৫ ডিসেম্বর) খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। দিনটিকে ঘিরে টেলিভিশন চ্যানেলগুলো আয়োজন করছে বিভিন্ন অনুষ্ঠান। বড়দিনের সেসব অনুষ্ঠান থেকে নির্বাচিত কয়েকটি নিয়ে দ্য ডেইলি স্টার অনলাইনের আয়োজন।

‘যে জীবন জীবনের’

আজ রাত ৯টায় দেশ টিভিতে প্রচারিত হবে নাটক ‘যে জীবন জীবনের’। যিশুখ্রিষ্টের জীবনদর্শন ও মানবতা এ নাটকের মূল আলোচ্য বিষয় হলেও এটি সব ধর্মের মানুষেরই গল্প- এমনটিই জানিয়েছেন নাটকটির নির্মাতা জয়ন্ত রোজারিও। গোলাম রাব্বানীর রচনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শম্পা রেজা, এফ এস নাঈম, নাদিয়া নদী, অ্যান্থনি প্রমুখ।

‘আজি শুভদিনে’

দুরন্ত টেলিভিশনে প্রচারিত হবে নৃত্যানুষ্ঠান ‘আজি শুভদিনে’। এটি প্রচারিত হবে আজ রাত ৯টায়। অনুষ্ঠানটি পরিচালনা করছেন তোফায়েল সরকার। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন রুদমিলা প্রিয়ন্তি চৌধুরী, নোহলী ইসলাম শ্রেয়া, সুমাইয়া আক্তার শোভা, আমিরা মাহমুদ, আনুদিয়া আনুভ, আবেয়া আকন্দ, মধুরিমা রায় প্রমুখ।

‘রিয়েল ক্রিসমাস’

একুশে টেলিভিশনে আজ রাত ১০টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘রিয়েল ক্রিসমাস’। ইয়েমীন এলেনের রচনা ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাসনুভা তিশা ও তানভীর।

‘আজ শুভদিন আজ বড়দিন’

ম্যাগাজিন অনুষ্ঠান ‘আজ শুভদিন আজ বড়দিন’ একুশে টেলিভিশনে প্রচারিত হবে আজ রাত ৯টায়। সুষমা সরকারের উপস্থাপনায় এ অনুষ্ঠানে গান গাবেন প্রিয়াঙ্কা গোপ, অণিমা মুক্তি গোমেজ ও কামরুজ্জামান রাব্বি। এছাড়াও, নৃত্য পরিবেশনায় থাকবেন ওয়ার্দা রিহাব ও তার দলসহ খ্রিষ্টান সম্প্রদায়ের শিল্পীরা। ডেভিড প্রণব দাশের গ্রন্থনা ও পরিকল্পনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রকিবুল আলম।

‘মিউজিক ক্লাব’

বাংলাভিশনে আজ রাত ১১টা ২৫ মিনিটে প্রচার হবে ‘মিউজিক ক্লাব’। বড়দিন উপলক্ষে ফোনোলাইভ স্টুডিও কনসার্টের আজকের অতিথি সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। সরাসরি সম্প্র্রচারিত অনুষ্ঠানে দর্শক ফোন করে অতিথির সঙ্গে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন।

Comments

The Daily Star  | English

NCP unveils 24-point ‘New Bangladesh’ manifesto, calls for Second Republic and new constitution

Key pledges include recognising the July uprising and ensuring justice for those affected

45m ago