স্মিথের নৈপুণ্যে প্রথম দিন অস্ট্রেলিয়ার
ডেভিড ওয়ার্নার, মারনাস লাবুশেনের এনে দেওয়া শুরুর ভিত্তির পর নিজেকে মেলে ধরলেন স্টিভেন স্মিথ। নিউজিল্যান্ডের বোলারদের সব প্রশ্নের পাল্টা জবাব দিয়ে বক্সিং ডে টেস্টের প্রথম দিনটা অস্ট্রেলিয়ার করে দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্টের প্রথম দিনে ৪ উইকেটে ২৫৭ রান করেছে অস্ট্রেলিয়া। ওয়ার্নারের ৪১ আর লাবুশেনের ৬৩ রানের পর দিন শেষে ৭৭ রানে অপরাজিত থেকে বড় কিছুর ইঙ্গিত দিচ্ছেন স্মিথ।
সকালে টস জিতে অসিদের ব্যাট করতে দিয়েই চেপে ধরেছিল নিউজিল্যান্ড। দিনের একদম চতুর্থ বলেই জো বার্নসকে শূন্য রানে বোল্ড করে দেন ট্রেন্ট বোল্ট। টিম সাউদি আর বোল্ট মিলে এরপর গতি, সুয়্যিং আর বাউন্সে বেশ খানিকটা সময় চাপ বাড়িয়েছেন।
কিন্তু আগ্রাসী ওয়ার্নার আর দৃঢ়তার ছবি হয়ে থাকা লাবুশেন দারুণভাবে সব সামলে জমিয়ে তোলেন জুটি। দ্বিতীয় উইকেটে ৬০ রানের জুটির পরই অবশ্য আবার আঘাত। নিল ওয়াগনারের ডেলিভারিতে ৬৪ বলে ৪১ করে ক্যাচ দিয়ে ফেরেন ওয়ার্নার।
এরপর ক্রিজে এসেই লাবুশেনকে নিয়ে ইনিংস এগিয়ে নিতে থাকেন স্মিথ। তৃতীয় উইকেটে দুজনের জুটিতে আসে ৮৩ রান। ১৪৯ বলে ৬৩ করা লাবুশেনকে বোল্ড করে এই জুটি ভাঙেন কলিন ডি গ্র্যান্ডহোম।
কিন্তু স্মিথকে টলানোই যায়নি। গতি তারকা ওয়াগনার স্মিথের শরীর তাক করে একের পর এক বাউন্সারে কাবু করতে চেয়েছেন তাকে। তবে স্মিথ সব গোলা সামলে ম্যাথু ওয়েডের সঙ্গে ৭২ রানের আরেক জুটি গড়ে তোলেন। গ্র্যান্ডহোম ৭৮ বলে ৩৮ করা ওয়েডকে ফেরানোর পর ট্রাভিস হেডকে নিয়ে অবিচ্ছিন্ন ৪১ রানের জুটিতে দিন পার করেছেন স্মিথ। তাকে সঙ্গ দেওয়া হেড ৫৬ বলে ২৫ রান নিয়ে আছেন ক্রিজে।
১৯২ বলে ৮ চার আর ১ ছক্কায় ৭৭ রান তুলে স্মিথ দ্বিতীয় দিনের জন্য জমিয়ে রেখেছেন খেলা। নিউজিল্যান্ডের হয়ে ৪৮ রানে ২ উইকেট নিয়েছেন গ্র্যান্ডহোম।
Comments